দ্য কেরালা স্টোরি প্রদর্শন, মমতার নিষেধাজ্ঞা স্থগিত করল সুপ্রিম কোর্ট
‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিবঙ্গে প্রদর্শন করাতেও কোনো বাধা-নিষেধ নাই। পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। উল্লেখ্য যে, এর আগে ‘দ্য কেরালা স্টোরি’ পশ্চিমবঙ্গের সিনেমা হলে প্রদর্শন করা যাবে না এই মর্মে নিষেধাজ্ঞা জারি করেছিল মমতার সরকার। বিশৃঙ্খলা ঠেকাতে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করেছিলেন মমতা। গত ৮ই মে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে শভারতের সুপ্রিম কোর্ট এর দ্বারস্থ হন ছবির নির্মাতারা। মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, দেশের সকল রাজ্যেই ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শিত হচ্ছে। কিন্তু কোন রাজ্য থেকে তেমন কোনও বিশৃঙ্খলার খবর প্রকাশ্যে আসেনি। পশ্চিমবঙ্গেও ছবিটি যে তিন দিন চলেছে, সেখানে কোথাও তেমন কোনও অশান্তির খবর নাই। তাই রাজ্য সরকার কতৃক যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেই নিষেধাজ্ঞা আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে।
আরো পড়ুনঃ নুসরাত ফারিয়ার ভিডিও ফাঁস