নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়

নগদ হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা। বাংলাদেশে বিকাশ সবথেকে জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সেবা। বিকাশ এর আগে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছিলো রকেট। কিন্তু, বিকাশ পরে এসেও বাজিমাত করে দিয়েছে। নগদ এর কিছুদিন পর বাজারে প্রবেশ করছে। নগদ হচ্ছে বাংলাদেশ সরকারের ডাক বিভাগের ডিজিটাল লেনদেন এর একটি মাধ্যম। নগদের মাধ্যমে আমরা সহজেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে পারি।

নগদে ক্যাশ আউট চার্জ সবথেকে কম। তাই, আমরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনেক কম খরচেই টাকা পাঠাতে পারি। এছাড়াও, নগদে সেন্ড মানি একদম ফ্রি। ফলে, বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনদের কাছে কোনো প্রকার খরচ ছাড়াই টাকা পাঠাতে পারি। এছাড়াও, নগদে অনেক সময় বিভিন্ন ধরণের ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। আপনি যদি একটি নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় জানতে চান, তবে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়?

নগদ একাউন্ট খোলার নিয়ম
নগদ একাউন্ট খোলার নিয়ম

আপনি ২টি নিয়ম অনুসরণ করে একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। একটি হচ্ছে নগদ একাউন্ট খোলার কোড ডায়াল করে এবং অন্যটি হচ্ছে নগদ অ্যাপ দিয়ে। আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে, তবে সহজেই কোড ডায়াল করে কিংবা নগদের অফিসিয়াল অ্যাপ দিয়ে একটি নগদ অ্যাপ খুলতে পারবেন। এই পোস্টে আমি ২টি পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

নগদ একাউন্টের সুবিধা [year]

নগদ হলো বাংলাদেশ ডাক বিভাগের একটি একটি ঝুঁকিমুক্ত ও বিশ্বস্ত অনলাইন মোবাইল ব্যাংকিং সেবা। নগদ ব্যবহার করে আপনি নিরাপদে সব ধরনের মোবাইল ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারবেন। নগদ একাউন্টের যেসব সুবিধা আছে, সেগুলো নিচে দেখে নিতে পারেন।

  • নগদে রয়েছে সবথেকে কম ক্যাশ আউট চার্জ।
  • যেকোনো নাম্বারে একদম ফ্রিতে সেন্ড মানি।
  • আকর্ষণীয় পেমেন্ট ও মোবাইল রিচার্জ অফার।
  • বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ সকল ধরনের বিল ফ্রীতে পরিশোধ করতে পারবেন।
  • QR CODE স্ক্যান করে পেমেন্ট নিতে পারবেন।
  • নগদ অ্যাপ দিয়ে একাউন্ট খুলে 20 টাকা রিচার্জ করলে পাবেন 20 টাকা ক্যাশব্যাক।

নগদ একাউন্ট খোলার সহজ উপায় ছবিসহ

নগদ একাউন্ট খোলার জন্য প্রথমেই প্লে স্টোর থেকে Nagad অ্যাপটি ইন্সটল করে নিন। এরপর আপনি যে নাম্বারে নগদ একাউন্ট খুলতে চান, সেই নাম্বার এবং উক্ত সিম অপারেটর সিলেক্ট করে দিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র এর সামনের দিকের ছবি ও পিছনের দিকের ছবি তুলে পিন সেট করে অনেক সহজেই একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। এবার চলুন, ধাপে ধাপে দেখা যাক, কিভাবে নগদ একাউন্ট খুলতে হয়।

আরো পড়ুনঃ ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম [year]

Nagad App থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম

প্রথমেই আপনার মোবাইল এর প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে নগদ অ্যাপ ইন্সটল করে নিন। এরপর নগদ অ্যাপটি ওপেন করুন।তারপর নিচে দেখানো ছবির মতো করে রেজিস্ট্রেশন করুন নামক বাটনটিতে ক্লিক করুন। এরপর আপনার নাম্বার দিয়ে পরবর্তী ধাপ এ ক্লিক করুন। তারপর, আপনার সিমের অপারেটর সিলেক্ট করে দিবেন। তারপর আবারও পরবর্তী ধাপ এ ক্লিক করবেন।

নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়
নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়

এবারের ধাপে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের সামন এবং পিছনের অংশের ছবি তুলে আপলোড দিতে হবে।

নগদ একাউন্ট খোলার নিয়ম
নগদ একাউন্ট খোলার নিয়ম

অতঃপর, আপনার জাতীয় পরিচয়পত্রের ছবিতে পাওয়া তথ্য আপনাকে লেখা হিসেবে দেখানো হবে। এখানে আপনার সকল তথ্য যাচাই করে নিবেন। যদি ঠিক থাকে, তবে পরবর্তী ধাপে যাবেন।

এবার আপনার ব্যক্তিগত কিছু তথ্য যুক্ত করতে হবে। এরপর, আপনার ছবি তুলতে হবে। ছবি তোলার জন্য আপনার সকল তথ্য যুক্ত করার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা চালু হবে। তারপর, মোবাইলের ফ্রন্ট ক্যামেরা আপনার মুখের সামনে ধরে দুইবার চোখের পলক ফেলুন। অটোমেটিক ভাবে আপনার ছবি আপলোড হয়ে যাবে।

কিভাবে নগদ একাউন্ট খুলতে হয়
কিভাবে নগদ একাউন্ট খুলতে হয়

এখন আপনাকে আমি নগদের শর্তাবলীর সাথে একমত এর বাম দিকের বক্সে টিক দিতে হবে। তারপর আপনার স্বাক্ষর দিবেন।

নগদ একাউন্ট খোলার কোড
নগদ একাউন্ট খোলার কোড

খন আবারও আপনার সকল তথ্য যাচাই করে ঠিক থাকলে একটি পিন নাম্বার দিবেন। এই পিন নাম্বার অন্য কারো সাথে শেয়ার করবেন না। নয়তো, আপনার নগদ একাউন্ট ঝুঁকির মুখে পড়ে যাবে।

এভাবে করে আপনি সহজেই একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। এই ছিলো নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় সে নিয়ম। এবারে আমরা দেখব বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় তার বিস্তারিত নিয়ম।

আরো পড়ুনঃ ঘরে বসে বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম [year]

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম

আপনি যদি বাটন মোবাইল ব্যবহার করেন এবং বিকাশ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খুলতে না পারেন, তবে বাটন মোবাইলে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় পোস্টটি আপনার জন্য অনেক সহায়ক হবে। বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলা অনেক সহজ। আপনি চাইলে একটি কোড ডায়াল করে সহজেই নগদ একাউন্ট খুলতে পারবেন। এজন্য আপনাকে নগদ একাউন্টের কোড *১৬৭# ডায়াল করতে হবে । এরপর সহজেই একটি নগদ একাউন্ট খুলতে পারবেন কোনো প্রকার জাতীয় পরিচয়পত্র বা ছবি না তুলেই।

আমাদের দেশের সকল মোবাইল অপারেটর কোম্পানির সিম দিয়ে অনেক সহজেই একটি নগদ একাউন্ট খোলা যায়। এজন্য আপনার কাছে যে সিমটি রয়েছে, সেটি দিয়ে প্রথমেই একটি কোড ডায়াল করবেন। নগদ একাউন্ট খোলার কোড হচ্ছে : *167# । এই কোডটি আপনার সিম থেকে ডায়াল করলে যে সিম থেকে ডায়াল করেছেন, উক্ত সিম যে ব্যক্তির এনআইডি দিয়ে রেজিস্টার করা হয়েছে, সেই এনআইডি দিয়ে নগদ একাউন্ট রেজিস্টার হয়ে যাবে।

এভাবে করে অনেক সহজেই একটি নগদ একাউন্ট খুলতে পারবেন বাটন মোবাইল দিয়ে।

বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন : 

  • আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে, নগদ একাউন্ট খোলার কোড *167# ডায়াল করবেন।
  • এরপর, আপনার নগদ একাউন্ট এর পিন নাম্বার সেট করে নিবেন।(৪ ডিজিটের একটি পিন সেট করে নিবেন।)
  • আবারও, আপনার দেয়া পিন নাম্বারটি দিবেন এবং আপনি নগদ একাউন্ট থেকে মুনাফা পেতে চান কি না লিখে দিবেন।
  • এরপর, আপনার নগদ একাউন্ট খোলা হয়ে যাবে। *167# কোড ডায়াল করে নগদ একাউন্ট ব্যবহার করতে পারবেন।

উপরোক্ত নিয়ম অনুসরণ করে অনেক সহজেই বাটন মোবাইল দিয়ে একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। উপরোক্ত ধাপগুলো আপনি যেকোনো মোবাইল দিয়ে অনুসরণ করলে একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। আপনার নামে একটি নগদ একাউন্ট খুলতে হলে, আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্টার করা রয়েছে এমন সিম থেকে কোড ডায়াল করবেন। তো এই ছিলো বাটন মোবাইলে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় তার বিস্তারিত নিয়ম।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এই পোস্ট থেকে আপনারা নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় সে বিষয়ে ধারণা পেয়েছেন। পোস্টের মাঝে আমি নগদ অ্যাপ দিয়ে কিভাবে নগদ একাউন্ট খুলতে হয় এবং বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় উভয় নিয়ম উল্লেখ করে দিয়েছি। আপনি কোড ডায়াল করে যেকোনো মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন। পোস্টটি সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি।আল্লাহ হাফেয।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন:

Leave a Comment