আপনি যদি কম্পিউটার কিভাবে চালু করতে হয় তা জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি পড়ে নিন।
কম্পিউটার চালু করার পদ্ধতি
Step-1:
কম্পিউটার চালু করতে হলে, সর্বপ্রথম আপনাকে বিদ্যুৎ বোর্ড হতে কম্পিউটারের মেইন সুইচ চালু করতে হবে।
Step-2:
এরপর আপনার কম্পিউটার যদি ইউপিএস এর সাথে কানেক্ট থাকে তাহলে ইউপিএস এর অন বাটন চেপে ইউপিএস অন করতে হবে।
Step-3:
ইউপিএস অন করার পর CPU এর পাওয়ার বাটন অন করুন।
Step-4:
সিপিইউ এর পাওয়ার বাটন অন করার সাথে সাথে কম্পিউটার বুট করা শুরু করে দেবে এবং লগইন স্ক্রিন দেখা যাবে।
Step-5:
যদি কোন কম্পিউটার Password Protect থাকে, তাহলে Password দিয়ে এন্টার দিলেই Computer ওপেন হয়ে যাবে।
কম্পিউটার চালু করার ধাপ গুলি
আপনি যদি কম্পিউটার চালু করার ধাপ গুলি জেনে থাকেন তাহলে আপনি খুব সহজে যেকোনো কম্পিউটার চালু করতে পারবেন।
কম্পিউটার চালু করার ধাপ গুলি হলো নিন্মরুপ –
> বিদ্যুৎ এর সুইচ অন করুন।
> ইউপিএস অন করুন।
> সিপিইউ এর পাওয়ার বাটন চাপ দিন।
> কম্পিউটার বুট করা শেষ হলে পাসওয়ার্ড দিন।
ব্যাস কম্পিউটার অন হয়ে গেল।
লেপটপ কিভাবে চালু করতে হয়
সাধারণ ডেক্সটপ কম্পিউটার এর মতোই ল্যাপটপ কম্পিউটার চালু করতে হয়। ল্যাপটপ অন করার জন্য আপনাকে প্রথমে ল্যাপটপের পাওয়ার সুইচ অন করতে হবে। ল্যাপটপ সুইচ অন করার জন্য পাওয়ার সুইচ সাধারণত ৩ থেকে ৪ সেকেন্ড চেপে ধরে, এরপর ছেড়ে দিতে হবে। এরপর ল্যাপটপে Booting করা শুরু হয়ে যাবে। Booting শেষ হওয়ার সাথে সাথে আপনি ল্যাপটপ এর লগইন স্ক্রিন দেখতে পাবেন।
যদি ল্যাপটপে পাসওয়ার্ড দেয়া থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে Enter দিলেই, ল্যাপটপ ওপেন হয়ে যাবে।
এরপর আপনি ল্যাপটপের মাধ্যমে যেকোনো কাজ করতে পারবেন।
কম্পিউটার কিভাবে চালু করতে হয় সম্পর্কে শেষকথা
আশাকরি উপরের আলোচনা থেকে কম্পিউটার কিভাবে চালু করতে হয় বা কম্পিউটার চালু করার পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। যদি এখনও কম্পিউটার অন করতে আপনার কোন সমস্যা হয় তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।
জেনে নিনঃ কম্পিউটার কাকে বলে