কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে বা কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি
কম্পিউটারে সাধারণত দুই ধরনের স্মৃতিশক্তি বা মেমোরি থাকে। একটি হলো স্থায়ী স্মৃতিশক্তি আরেকটি হলো অস্থায়ী স্মৃতিশক্তি। ROM (Read Only Memory) যাকে বাংলায় রম বলে। এই রম কেই কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি বা স্থায়ী মেমোরি বলা হয়। কারণ আমরা কম্পিউটারে যে সকল কাজ করি তা কম্পিউটারের স্থায়ী মেমোরিতে জমা হয় এবং তা কম্পিউটার বন্ধ করলে বা বিদ্যুৎ চলে যাওয়ার কারণে কম্পিউটার অফ হয়ে গেলেও কম্পিউটারের স্থায়ী মেমোরি থেকে হারিয়ে যায় না। এই কারণে ROM কে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি বা স্থায়ী মেমোরি বলা হয়।
কম্পিউটারের আরেকটি স্মৃতিশক্তি বা মেমোরি আছে সেটা হলো অস্থায়ী স্মৃতিশক্তি বা অস্থায়ী মেমোরি। RAM (Random Assess Memory) কে কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি বা অস্থায়ী মেমোরি বলা হয়।
পরিশেষে:
আজকের পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারলাম কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে বা কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি বিষয়ে। আশা করি পোষ্টের মাধ্যমে আপনারা কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি বা স্থায়ী মেমোরি সম্পর্কে জানতে পেরেছেন। পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আরো কিছু জানতে পড়ুন:
২। কম্পিউটার কাকে বলে কত প্রকার ও কি কি
৩। সফটওয়্যার কি, সফটওয়্যার এর কাজ কি
৪। কম্পিউটারের জনক কে কেন তাকে জনক বলা হয়
Real excellent information can be found on web blog.Raise range