এশার নামাজের নিয়ত বাংলায় এবং আরবিতে

এশার নামাজের নিয়ত জানেন না? বাংলায় এশার নামাজের নিয়ত করে নামাজ আদায় করতে চান, কিন্তু কীভাবে নামাজের নিয়ত করতে হয় জানেন না? আজকের এই পোস্টে আপনাদের সাথে এশার নামাজের নিয়ত বাংলায় এবং এশার নামাজের নিয়ত আরবিতে শেয়ার করবো। অনেকেই আরবিতে নামাজের নিয়ত করে নামাজ আদায় করার ইচ্ছে পোষণ করে থাকেন। কিন্তু, সঠিক নিয়ম না জানার কারণে আদায় করতে পারেন না।

আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়তে এশার নামাজের নিয়ত কীভাবে করতে হয় তা জানতে পারবেন। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।

আলোচ্য সূচি:

এশার নামাজের নিয়ত বাংলায়

এশার নামাজের নিয়ত
এশার নামাজের নিয়ত

এশার নামাজ আদায় করার পূর্বে নামাজের নিয়ত করতে হয়। এশার নামাজ ১৫ রাকাত। ৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত, ২ রাকাত নফল, ৩ রাকাত বিতর। মোট ১৫ রাকাত নামাজ আদায় করার পূর্বে অবশ্যই নিয়ত করে নিতে হবে। এশার নামাজের নিয়ত অনেকেই জানেন না। তাই, আপনাদের জন্য নিচে এশার নামাজের বাংলা নিয়ত উল্লেখ করে দিয়েছি। এখানে থেকে এশার নামাজের নিয়ত মুখস্ত করে সহিহভাবে নামাজ আদায় করতে পারবেন।

এশার ৪ রাকাত সুন্নত নামাজের বাংলা নিয়ত

আমি কিবলামুখী হয়ে আল্লাহ্‌র উদ্দেশ্যে এশার ৪ রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার।

এশার ৪ রাকাত ফরজ নামাজের বাংলা নিয়ত

এশার ৪ রাকাত ফরজ নামাজ আমরা একাকী কিংবা ইমামের পিছনে জামাতের সহিত আদায় করতে পারি। জামাতের সহিত নামাজ আদায় করলে আমরা পাবো অধিক সাওয়াব। তাই, জামাতের সহিত নামাজ আদায় করা উচিত। আপনাদের জন্য নিচে একাকী পড়ার জন্য এশার নামাজের ৪ রাকাত ফরজ নামাজের নিয়ত এবং ইমামের পিছনে জামাতের সহিত পড়ার জন্য এশার ৪ রাকাত ফরজ নামাজের নিয়ত উল্লেখ করে দিয়েছি। নিয়তগুলো মুখস্ত করে রাখতে পারেন।

একাকী পড়ার সময় যে নিয়ত করতে হবে –

  • আমি কিবলামুখী হয়ে আল্লাহ্‌র উদ্দেশ্যে এশার ৪ রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার।

জামাতের সহিত আদায় করার সময় যে নিয়ত করতে হবে –

  • আমি কিবলামুখী হয়ে আল্লাহ্‌র উদ্দেশ্যে এশার ৪ রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে জামাতের সহিত আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার।

এশার ২ রাকাত সুন্নত নামাজের বাংলা নিয়ত

আমি কিবলামুখী হয়ে আল্লাহ্‌র উদ্দেশ্যে এশার ২ রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার।

এশার ২ রাকাত নফল নামাজের বাংলা নিয়ত

আমি কিবলামুখী হয়ে আল্লাহ্‌র উদ্দেশ্যে এশার ২ রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার।

আরও পড়ুন – মাগরিবের নামাজের নিয়ত বাংলায় এবং আরবিতে

এশার ৩ রাকাত বিতর নামাজের বাংলা নিয়ত

আমি কিবলামুখী হয়ে আল্লাহ্‌র উদ্দেশ্যে ৩ রাকাত বিতর নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার।

এশার নামাজের নিয়ত আরবিতে

অনেকেই এশার নামাজ আদায় করার জন্য আরবিতে নিয়ত করতে চান। কিন্তু, আরবি নিয়ত না জানার কারণে আরবিতে নিয়ত করা সম্ভব হয়ে উঠে না। তাই বলে কি আমরা আরবিতে নিয়ত করবো না? নিয়ত করা, পরিকল্পনা করা, সংকল্প করা একই কথা। নিয়ত আমরা বাংলায় কিংবা আরবি যেকোনো ভাষায় করতে পারবো। আল্লাহ্‌ তায়ালা আমাদের মনের ইচ্ছে বুঝতে পারেন আমরা যেকোনো ভাষাতেই বলি না কেন।

যারা এশার নামাজ আদায় করার জন্য আরবিতে নিয়ত শিখতে চাচ্ছেন। তাদের জন্য নিচে এশার ১৫ রাকাত নামাজ – ৪ রাকাত সুন্নত নামাজ, ৪ রাকাত ফরজ নামাজ, ২ রাকাত সুন্নত নামাজ, ২ রাকাত নফল নামাজ এবং ৩ রাকাত বিতর নামাজের আরবি নিয়ত উল্লেখ করে দিয়েছি। এই নিয়তগুলো মুখস্ত করে নামাজ আদায় করতে পারবেন। তো চলুন, আরবি নিয়তগুলো দেখে নেয়া যাক।

এশার ৪ রাকাত সুন্নত নামাজের আরবি নিয়ত

نويت ان اصلي لله تعالى اربع ركعات صلواة العشاء سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر
বাংলায় উচ্চারণ:- “নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তায়ালা আরবায়া রাকয়াতি সালাতিল ঈশায়ি সুন্নাতা রাসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার”।

অর্থ/বাংলায় নিয়াত:-
“আমি ৪ রাকায়াত ঈশার সুন্নাত নামাজের নিয়াত করছি আল্লাহ তা’আলার জন্য, মুখ আমার কা’বা শরিফের দিকে আল্লাহু আকবার” ।

এশার ৪ রাকাত ফরজ নামাজের আরবি নিয়ত

نويت ان اصلي لله تعالى اربع ركعات صلواة العشاء فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر
বাংলায় উচ্চারণ:- “নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তায়ালা আরবায়া রাকয়াতি সালাতিল ঈশায়ি ফারজাল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার”।

অর্থ/বাংলায় নিয়াত:-
“আমি ৪ রাকায়াত ঈশার ফরজ নামাজের নিয়াত করছি আল্লাহ তা’আলার জন্য, মুখ আমার কা’বা শরিফের দিকে আল্লাহু আকবার” ।

এশার ২ রাকাত সুন্নত নামাজের আরবি নিয়ত

نويت ان اصلي لله تعالى ركعتى صلواة العشاء سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر
বাংলায় উচ্চারণ :-
“নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিল ঈশায়ি, সুন্নাতা রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।)

অর্থ/বাংলায় নিয়াত:-
“আমি দুই রাকাত ঈশার সুন্নত নামাজের নিয়াত করছি আল্লাহ তা’আলার জন্য, মুখ আমার কা’বা শরিফের দিকে আল্লাহু আকবার” ।

এশার ২ রাকাত নফল নামাজের আরবি নিয়ত

نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِالْنَفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

বাংলায়:- “নাওয়াইতুয়ান উসালিয়া-লিল্লাহি  তা’আলা রাকাআতি ছালাতিল নফলে মোহাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।”

অর্থ/বাংলায় নিয়াত:-

এশার দুই-রাকাত  নফল নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলা মুখী হয়ে নিয়্যত করলাম,আল্লাহু আকবার।

এশার ৩ রাকাত বিতর নামাজের আরবি নিয়ত

نويت ان اصلي لله تعالى ثلث ركعات صلواة الوتر واجب الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر
বাংলায়:- “নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা ছালাছা রাকয়াতি সালাতিল বিতরী ওয়াজিবাল্লা-হি তাআলা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।”

অর্থ/বাংলায় নিয়াত:-
“আমি ৩ রাকায়াত বিতরের ওয়াজিব নামাজের নিয়াত করছি আল্লাহ তা’আলার জন্য, মুখ আমার কা’বা শরিফের দিকে আল্লাহু আকবার” ।

আমাদের শেষ কথা

ফেরদাউস একাডেমির আজকের এই পোস্টে আপনাদের সাথে এশার নামাজের বাংলা নিয়ত এবং আরবি নিয়ত শেয়ার করেছি। ইশার নামাজ আদায় করার পূর্বে বা যেকোনো ইবাদত করার পূর্বে আমাদের সকলের উচিত নিয়ত করা। কারণ, নিয়ত করা ফরজ। নিয়ত করলে আল্লাহ্‌ তায়ালা আমাদের আমলনামায় সাওয়াব লিখে রাখেন। এই পোস্টে এশার ১৫ রাকাত নামাজের নিয়ত উল্লেখ করে দিয়েছি। আশা করছি, পোস্টটি আপনার অনেক কাজে আসবে। এমন আরও ইসলামিক তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আল্লাহ্‌ হাফেয।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন:

Leave a Comment