টেলিটক সিম 4g করার নিয়ম পোস্টে আপনাকে স্বাগত জানাই। আজকের এই পোস্টে আপনাদের সাথে টেলিটক ৩জি সিম ৪জি করার নিয়ম শেয়ার করবো। আপনার কাছে যদি একটি টেলিটক সিম থাকে, যেটি ৩জি এবং আপনি নেটওয়ার্ক এর সমস্যায় ভুগে থাকেন, তবে এই সিমটি নাম্বার পরিবর্তন না করেই সহজেই ৪জি করতে পারবেন।
কিভাবে টেলিটক ৩জি সিম ৪জি করতে হয় এ বিষয়টি জানতে এই পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে। তো চলুন জেনে নেয়া যাক, ৪জি সিমের নেটওয়ার্ক স্পিড এবং ৪জি ইন্টারনেট প্যাকেজ এর সুবিধা পেতে কি কি করতে হবে।
৪জি এর সুবিধা কী?
৩জি সিমে যেখানে নেটওয়ার্ক পেতে বেগ পোহাতে হয়, সেখানে ৪জি সিমে যেকোনো জায়গা থেকে ৪জি কানেকশন দিয়ে ইন্টারনেট ব্রাউজ, কল, ম্যাসেজ করা সম্ভব। ইন্টারনেট এর সহজলভ্যতা এবং আমাদের সকলের হাতে স্মার্টফোন থাকায়, এখন সবার চাহিদা বৃদ্ধি পেয়েছে। ৩জি নেটওয়ার্ক এ ইন্টারনেট ব্রাউজ করতে অনেক ঝামেলা পোহাতে হয়। কোনো জায়গায় ফুল ৩জি নেট থাকলেও, কোথাও আবার ২জি পায় না।
কিন্তু, ৪জি সিম চালু হওয়ার পর থেকে এবং আমাদের দেশে ৪জি নেটওয়ার্ক এর কাভারেজ বৃদ্ধি করার পর থেকে যেকোনো জায়গায় ৪জি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। এতে করে, ইন্টারনেট ব্রাউজিং এর স্পিড, ডাউনলোড এবং আপলোড এর স্পিড অনেক বেশি পাওয়া যায়। এছাড়াও, ৪জি ইন্টারনেট প্যাকেজ ক্রয় করলে আরও অনেক বাড়তি সুবিধা পাওয়া যায়।
আরও পড়ুন – গ্রামীন সিম 4g করার নিয়ম
প্রতিটি সিমের আলাদা ৪জি ইন্টারনেট প্যাকেজ রয়েছে। এই পোস্টটি যেহেতু টেলিটক সিম 4g করার নিয়ম নিয়ে, তাই, টেলিটক ৪জি সিমের ইন্টারনেট প্যাকেজ নিয়েও আলোচনা করবো। চলুন, আরও বিস্তারিত জেনে নেয়া যাক।
টেলিটক 4g সিমের সুবিধা কি?
টেলিটক ৩জি সিম ব্যবহার করলে নেটওয়ার্ক স্পিড পাবেন একদম কম। এছাড়াও, টেলিটক এর নেটওয়ার্ক এখনো বেশি এলাকায় বিস্তৃত হয়নি। এর ফলে, ৩জি সিম দিয়ে তেমন ইন্টারনেট স্পিড পাবেন বলে মনে হয় না। এছাড়াও, যেকোনো ভিডিও প্লে করতে গেলে বাফার করবে, ডাউনলোড এবং আপলোড স্পিড হবে অনেক বেশি।
কিন্তু, অপরদিকে টেলিটক 4g সিমের স্পিড পাবেন 3g সিমের তুলনায় অনেক বেশি। বাফার ফ্রি ভিডিও প্লে, হাই স্পিডে ডাউনলোড এবং আপলোড করার সুবিধা সহ ক্লিয়ার এইচডি কোয়ালিটিতে ভিডিও কল করার সুযোগ। টেলিটক 4g সিমের ইন্টারনেট প্যাকেজ ক্রয় করলে ইন্টারনেট এর গতি হবে অনেক বেশি। আপনার মোবাইলটি ৪জি হলে এবং সিম ৪জি হলে অনেক বেশি স্পিড পাবেন যা ৩জি সিমে কখনোই সম্ভব না।
আরও পড়ুন – এয়ারটেল 3g সিম 4g করার নিয়ম
আপনার টেলিটক সিমটি যদি ৪জি না হয়ে থাকে, তবে টেলিটক সিম 4g করার নিয়ম অনুসরণ করে সহজেই সিমটি ৪জি তে রিপ্লেস করে নিতে পারবেন।
৪জি সেবার পাওয়ার পূর্বশর্ত কি?
৪জি সেবা পেতে হলে কিছু বিষয় অবশ্যই মানতে হবে। নয়তো, সিম ৪জি হলেও ৪জি সেবা উপভোগ করতে পারবেন না। ৪জি সেবার অন্তর্ভুক্ত হতে হলে কি কি শর্ত মানতে হবে তা নিচে তালিকা আকারে উল্লেখ করে দিয়েছি। চলুন, জেনে নেয়া যাক।
- ৪জি সাপোর্টেড হ্যান্ডসেট
- ২০১২ সালের আগে নেয়া ২জি সিম রিপ্লেস করতে হবে
- বর্তমান ৩জি সিম মাইগ্রেট করে ৪জি-তে যেতে হবে
- ৪জি কাভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে
টেলিটক সিম 4g কিনা চেক করবো কিভাবে
আপনার কাছে থাকা টেলিটক সিমটি 4g কিনা চেক করতে পারেন ছোট্ট একটি ম্যাসেজ সেন্ড করে। সিম ৪জি কিনা এবং আপনার টেলিটক সিম ৪জি সেবা উপভোগ করতে পারবে কি না জানার জন্য নিচে উল্লিখিত পদ্ধতিগুলো অনুসরণ করুন।
- প্রথমেই আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে নিবেন।
- এরপর, chk লিখে 157 নাম্বারে ম্যাসেজটি সেন্ড করে দিবেন।
- ফিরতি ম্যাসেজে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার সিমটি ৪জি সাপোর্ট করে কিনা।
আপনার সিমটি যদি ৪জি সাপোর্টেড না হয়ে থাকে, তবে নিচে উল্লেখ করে দেয়া টেলিটক সিম 4g করার নিয়ম অনুসরণ করে সহজেই আপনার সিমটি ৪জি তে রিপ্লেস করে নিতে পারবেন। তো চলুন, জেনে নেয়া যাক, টেলিটক সিম ৪জি করার নিয়ম।
টেলিটক সিম 4g করার নিয়ম
টেলিটক সিম 4g করার নিয়ম একদম সোজা। অন্য সিম 4g করতে হলে অনেক নিয়ম অনুসরণ করতে হয়, কাস্টোমার কেয়ার যেতে হয়, টাকা লাগে, জাতীয় পরিচয় পত্র লাগে। কিন্তু, টেলিটক সিম 4g করার জন্য এমন কিছু করতে হয় না।
আরও পড়ুন – বাংলালিংক সিম 4g করার নিয়ম
টেলিটক সিম 4g করতে হলে আপনার মোবাইলের ম্যাসেজ অপশন থেকে 4G লিখে ম্যাসেজটি 111 নাম্বারে সেন্ড করে দিন।
এরপর, ফিরতি ম্যাসেজে আপনার টেলিটক সিমটি ৪জি হয়েছে কিনা জানিয়ে দেয়া হবে। অর্থাৎ, আপনি ঘরে বসে টেলিটক সিম ৪জি তে রিপ্লেস করে নিতে পারবেন। এজন্য এনআইডি কার্ড বা টাকা কিছু লাগবে না এবং আপনাকে কাস্টোমার কেয়ার অব্দি যেতেও হবে না।
টেলিটক সিম ফোরজি করতে টাকা লাগে?
অন্নান্ন্য সিম ৪জি করতে ২০০-২৫০ টাকা লাগে। কিন্তু, টেলিটক সিম 4g করতে কোনো টাকা লাগে না। আপনি চাইলে ঘরে বসেই আপনার টেলিটক সিমটি 4g করে নিতে পারবেন। উপরে উল্লেখ করে দেয়া টেলিটক সিম 4g করার নিয়ম অনুসরণ করে ম্যাসেজ সেন্ড করলে ঘরে বসে কোনো ফি ছাড়াই আপনার সিমটি ৩জি থেকে ৪জি তে রিপ্লেস করে নিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন টেলিটক ৪জি সিমের সকল সুবিধা।
ফাস্ট ইন্টারনেট স্পিড এবং অন্যান্য সকল ৪জি সুবিধা পেতে আজই আপনার টেলিটক ৩জি সিম ৪জি তে রিপ্লেস করে নিন ঘরে বসেই।
কোন কোন স্থানে ৪জি সেবা পাওয়া যাবে?
টেলিটক সিমের নেটওয়ার্ক কাভারেজ এখনো তেমন বিস্তৃত হয়নি। একারনে, আপনি সব জায়গায় এখনো ৪জি সেবা পাবেন না। প্রাথমিকভাবে গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট রমনা, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, ফার্মগেট ও ধানমণ্ডী এলাকায় ৪জি পাওয়া যাচ্ছে। টেলিটক থেকে সারাদেশে নেটওয়ার্ক এর কাভারেজ বৃদ্ধি করার জন্য কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন – রবি সিম 4g করার নিয়ম
দ্রুতই আপনার এলাকায় টেলিটক সিমের ৪জি নেটওয়ার্ক সুবিধা পেয়ে যাবেন। আপনার এলাকায় টেলিটক ৪জি সুবিধা চালু হতেই ৪জি এর সুবিধাগুলো উপভোগ করতে এখনই উপরে উল্লেখ করে দেয়া টেলিটক সিম 4g করার নিয়ম অনুসরণ করুন।
টেলিটক ৪জি সিমে আপলোড ও ডাউনলোড স্পিড কত?
যখন প্রসঙ্গ আসে ৪জি সিমে ইন্টারনেট স্পিড এর, তখন সবার প্রথমেই আমরা জানতে চাই, আপলোড এবং ডাউনলোড স্পিড কত? টেলিটক ৪জি সিমে আপলোড এবং ডাউনলোড স্পিড নেটওয়ার্ক ক্যাপাসিটির উপরে নির্ভর করে। সাধারণত আপলোড স্পিড ১৫ Mbps ও ডাউনলোড স্পিড ৪০ Mbps পাওয়া যাবে। এছাড়াও, আপনি যদি ৪জি কাভারেজ এরিয়ায় থাকেন, তবে এই স্পিডের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।
আমাদের শেষ কথা
আজকের এই পোস্টে আপনাদের সাথে টেলিটক সিম 4g করার নিয়ম নিয়ে আলচনা করেছি। আশা করছি, পোস্টে উল্লেখ করে দেয়া নিয়ম অনুসরণ করে আপনার সিমটি ৪জি করে নিতে পেরেছেন। এমন আরও পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।