আপনার কাছে যদি 3G রবি সিম থাকে তবে, রবি সিম 4g করার নিয়ম অনুসরণ করে সহজেই সিমটি 4G করে নিতে পারবেন। ৩জি সিমে নেটওয়ার্ক এর সমস্যা, প্যাকেজ কম সহ আরও অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু, ৪জি সিমে ইন্টারনেট অনেক ফাস্ট, ইন্টারনেট প্যাকেজ রয়েছে প্রচুর। আপনার সিমটি ৩জি থেকে ৪জি করতে চাইলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
আজকের এই পোস্টে আপনাদের সাথে রবি সিম 4g করার নিয়ম শেয়ার করবো। এতে করে, আপনি নিজে থেকেই রবি ৩জি সিম ৪জি করে নিতে পারবেন। তো চলুন, কিভাবে রবি 3g সিম 4g করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
৪জি এর সুবিধা কী?
৩জি সিমে যেখানে নেটওয়ার্ক পেতে বেগ পোহাতে হয়, সেখানে ৪জি সিমে যেকোনো জায়গা থেকে ৪জি কানেকশন দিয়ে ইন্টারনেট ব্রাউজ, কল, ম্যাসেজ করা সম্ভব। ইন্টারনেট এর সহজলভ্যতা এবং আমাদের সকলের হাতে স্মার্টফোন থাকায়, এখন সবার চাহিদা বৃদ্ধি পেয়েছে। ৩জি নেটওয়ার্ক এ ইন্টারনেট ব্রাউজ করতে অনেক ঝামেলা পোহাতে হয়। কোনো জায়গায় ফুল ৩জি নেট থাকলেও, কোথাও আবার ২জি পায় না।
কিন্তু, ৪জি সিম চালু হওয়ার পর থেকে এবং আমাদের দেশে ৪জি নেটওয়ার্ক এর কাভারেজ বৃদ্ধি করার পর থেকে যেকোনো জায়গায় ৪জি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। এতে করে, ইন্টারনেট ব্রাউজিং এর স্পিড, ডাউনলোড এবং আপলোড এর স্পিড অনেক বেশি পাওয়া যায়। এছাড়াও, ৪জি ইন্টারনেট প্যাকেজ ক্রয় করলে আরও অনেক বাড়তি সুবিধা পাওয়া যায়।
প্রতিটি সিমের আলাদা ৪জি ইন্টারনেট প্যাকেজ রয়েছে। এই পোস্টটি যেহেতু রবি সিম 4g করার নিয়ম নিয়ে, তাই, রবি ৪জি সিমের ইন্টারনেট প্যাকেজ নিয়েও আলোচনা করবো। চলুন, আরও বিস্তারিত জেনে নেয়া যাক।
রবি 4g সিমের সুবিধা কী?
অন্নান্ন্য সিমের মতো রবি সিমেরও ৪জি সুবিধা রয়েছে। তবে, রবিতে আপনি ৪.৫জি সুবিধা পাবেন। অর্থাৎ, ৪জি এর থেকে একটু বেটার সুবিধা। এছাড়াও, রবি ৪জি সিমের জন্য রয়েছে বিশেষ ইন্টারনেট অফার। এসব ইন্টারনেট অফার কিনলে হাই স্পিডে ইন্টারনেট ব্রাউজ, ডাউনলোড এবং আপলোড করতে পারবেন।
নেটওয়ার্ক এর স্পিড বেশি হওয়ায়, যেকোনো ভিডিও দেখার সময় বাফার করবে না। ভিডিও কল এর ক্ষেত্রে কলের কোয়ালিটি অনেক ভালো হবে, বড় সাইজের ফাইল দ্রুত ডাউনলোড হবে এবং আরও অনেক সুবিধা পাবেন।
রবি সিম 4g কিনা জানার উপায়
রবি সিম 4g করার নিয়ম জানার আগে আমাদের জানতে হবে আমাদের কাছে যে রবি সিম আছে , সেটি ৪জি কি না। অনেকের কাছেই রবি সিম আছে, কিন্তু জানেন না যে সিমটি ৩জি নাকি ৪জি। এমতাবস্থায়, রবি সিম 4g কিনা জানার উপায় হচ্ছে –
- প্রথমেই https://www.robi.com.bd/bn/personal/internet/4.5g ওয়েবসাইট ভিজিট করতে হবে।
- এরপর, আপনার সিম ৪.৫জি কিনা পরীক্ষা করুন লেখার নিচের বক্সে আপনার সিমের নাম্বার দিবেন।
- অতঃপর, চেক করুন বাটনে ক্লিক করলে আপনার সিমটি ৩জি নাকি ৪জি জানতে পারবেন।
চেক করার পর যদি দেখা যায় আপনার সিমটি ৪জি, তবে তো আর কিছুই করতে হবে না। ৪জি ইন্টারনেট প্যাকেজ ক্রয় করে সেগুলো দিয়ে ইন্টারনেট ব্রাউজ, কল এবং ম্যাসেজিং করতে পারবেন নিশ্চিন্তে। কিন্তু, আপনার সিমটি যদি ৩জি হয়ে থাকে, তবে রবি সিম 4g করার নিয়ম জেনে নেয়া আবশ্যক। তো চলুন, রবি সিম 4g করার কোড জেনে নেয়া যাক।
রবি সিম 4g করার নিয়ম
রবি সিম 4g করার জন্য প্রথমেই আপনার সিমটি যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, সেই ব্যক্তিকে এবং তার এনআইডি কার্ড লাগবে। আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে যদি সিমটি রেজিস্ট্রেশন করা হয়ে থাকে, তবে জাতীয় পরিচয় পত্র এবং আপনাকে স্ব-শরীরে রবি কাস্টোমার কেয়ার কিংবা রবি সিমের রিটেইলার এর দোকান যেতে হবে।
আরও পড়ুন – গ্রামীন সিম 4g করার নিয়ম
এরপর, আপনার সিমটি ৩জি থেকে ৪জি তে রিপ্লেস করতে চান, এটি তাদেরকে জানাতে হবে। এরপর, তারা আপনার সিমের রেজিস্ট্রেশন চেক করে সিমটি ৩জি থেকে ৪জি তে রিপ্লেস করে দিবে। রবি সিম 4g করার জন্য আপনার থেকে ২০০ টাকা চার্জ নিবে। সিম রিপ্লেস করে নিতে যাওয়ার সময় অবশ্যই ২০০ টাকা সঙ্গে নিবেন। ক্ষেত্রবিশেষে, ২০০-২৫০ টাকা অব্দি লাগতে পারে।
জাতীয় পরিচয় পত্র, সিমের মালিক এবং ২০০-২৫০ টাকা হলে যেকোনো রবি রিটেইলার এর থেকে কিংবা রবি কাস্টমার কেয়ার থেকে রবি 3g সিম 4g করে নেয়া যাবে।
৪.৫জি সিম কী এবং এটা কোথায় পাবো?
৪.৫জি সিমের মাধ্যমে আপনি রবি ৪.৫জি মোবাইল নেটওয়ার্কের সকল সুবিধা উপভোগ করতে পারবেন। সাধারণ সিমের মাধ্যমে আপনি ২জি এবং ৩জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। ৪জি সিমের মাধ্যমে আপনি ৪জি নেটওয়ার্কের সাথে ২জি এবং ৩জি নেটওয়ার্কও ব্যবহার করতে পারবেন।
আপনার নিকটস্থ রবি সেবা কেন্দ্র কিংবা রিটেইল পয়েন্ট থেকে ৪.৫জি সিম তুলতে পারবেন। যদি আপনার কাছে রবি ৩জি সিম থাকে, তবে চাইলে উপরে উল্লেখ করে দেয়া রবি সিম 4g করার নিয়ম অনুসরণ করে সহজেই আপনার সিমটি ৪জি কিংবা ৪.৫জি করে নিতে পারবেন।
রবি সিম 4g কিনা চেক করার কোড
উপরে ইতোমধ্যে একটি পদ্ধতি উল্লেখ করে দিয়েছি, যেটি অনুসরণ করে আপনার সিমটি ৪জি কিনা চেক করতে পারবেন। কিন্তু, আপনি চাইলে উক্ত পদ্ধতি ছাড়াও, কোড ডায়াল করেই চেক করতে পারবেন আপনার রবি সিমটি ৪জি কিনা।
- এজন্য প্রথমেই মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে নিন।
- এরপর, *123*44# কোডটি ডায়াল করুন।
- ফ্যাশ ম্যাসেজে আপনাকে জানিয়ে দিবে, সিমটি ৪জি কি না।
রবি সিমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা কোড ডায়াল করে, যেকোনো ভাবে আপনার সিম ৪জি কিনা চেক করতে পারবেন। তো চলুন, রবি 4g সিমের অফারগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
রবি সিমের ইন্টারনেট অফার
রিচার্জ | অফার | ডায়াল কোড | মেয়াদ |
৬৮ টাকা | ৪ জিবি | *১২৩*৬৮# | দিন |
৮৯ টাকা | ৯ জিবি | *১২৩*৮৯# | দিন |
রবি ইন্টারনেট ৭ দিন মেয়াদ | |||
১২৯ টাকা | ৮ জিবি | *১২৩*১২৯# | ৭ দিন |
১৪৮ টাকা | ১২ জিবি | *১২৩*১৪৮# | ৭ দিন |
রবি মাসিক ইন্টারনেট প্যাক | |||
৩৪৯ টাকা | ১৪ জিবি | *১২৩*৩৪৯# | ৩০ দিন |
৪৪৯ টাকা | ৩০ জিবি | *১২৩*৪৪৯# | ৩০ দিন |
৪৯৭ টাকা | ৪০ জিবি | *১২৩*৪৯৭# | ৩০ দিন |
রবি সিম রিপ্লেস করার পর ৪জি ইন্টারনেট অফার কিনে অনেক হাই স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। রবি ৪জি সিম ব্যবহার করতে হলে আপনার মোবাইলটিও ৪জি হতে হবে। শুধু সিম ৪জি হলে ৪জি এর সুবিধা ভোগ করতে পারবেন না। সিম এবং ফোন উভয়ই ৪জি হতে হবে। আপনার ফোন যদি ৩জি হয়, তবে সিম ৪জি হওয়া সত্ত্বেও ৩জি চালাতে পারবেন।
আমাদের শেষ কথা
ফেরদাউস একাডেমির আজকের এই পোস্টে আপনাদের সাথে রবি সিম 4g করার নিয়ম নিয়ে আলোচনা করেছি। আশা করছি, এই পোস্টটি দেখে আপনি জেনে গেছেন, কিভাবে সিম ৪জি করতে হয়। এমন আরও পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
উপকৃত হলাম