আমি তোমাকে ভালোবাসি বিভিন্ন ভাষায় – আমরা জানি ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। যদিও ভালোবাসার মানুষের জন্য প্রতিদনই ভালোবাসা দিবস। সাধারণত আমরা ভালোবাসার মানুষকে বাংলা বা ইংরেজীতে আমি তোমাকে ভালোবাসি বা I LOVE YOU বলে ভালোবাসার বহি:প্রকাশ করে থাকি। কিন্তু প্রিয় মানুষ কে যদি অন্য কোন ভাষায় আমি তোমাকে ভালোবাসি বলে চমকে দিতে পারেন তাহলে কেমন হয়? তো চলুন আজকে পোষ্টে জেনে নেয় ভালবাসি কথাটা অন্য দেশের মানুষেরা তাদের ভালবাসার মানুষকে কিভাবে বলে ?
যুক্তরাষ্ট, যুক্তরাজ্য,কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার প্রায় সকলেই ভালবাসা জানাতে‘ I Love You’ ব্যবহার করে থাকেন। তবে, যেসব দেশে স্প্যানিশ ভাষা প্রচলিত রয়েছে তারা বলেন ‘তে কিয়েরো’ বা ‘তে আমোহ’। তবে এর মধ্যে অবশ্য একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। স্প্যানিশ ভাষাভাষী মানুষ হরহামেশা ভালোবাসা প্রকাশে ‘তে কিয়েরো’ বলে থাকেন। আর বিশেষ দিনে বিশেষ মানুষকে একটু বিশেষ কাব্যিকভাবে ভালোবাসা জানতে বলেন, ‘তে আমোহ’ বলে থাকেন।
Also Read
আমি তোমাকে ভালোবাসি বিভিন্ন ভাষায়
বাংলায়: আমি তোমাকে ভালোবাসি।
ইংরেজীতে: I Love You.
হিন্দিতে: মৈঁ তুমসে প্যার করতা হূঁ।
এশিয়ার বিভিন্ন দেশে ’আমি তোমাকে ভালোবাসি’ কিভাবে বলে
চিন ও তাইওয়ান- ওয়ো আই নি
জাপান- আই শিতেরু
থাইল্যান্ড- চ্যান রাক খুন
দক্ষিণ কোরিয়া- সারাংঘি
ভিয়েতনাম- এম ইয়েউ আনহ
ফিলিপিন্স- মাহাল কিতা
ইউরোপের বিভিন্ন দেশে ’আমি তোমাকে ভালোবাসি’ কিভাবে বলে
ফ্রান্স- জে ত’মে
জার্মানি– ইস লিব ডিস
ফিনল্যান্ড- মিনা রাকাস্তান সিনুয়া
অস্ট্রিয়া– ইস লিব ডিস
গ্রিস- জে আগাপো
আফ্রিকার বিভিন্ন দেশে ’আমি তোমাকে ভালোবাসি’ কিভাবে বলে
মিশর– আনা উহিব্বুকাড়
দক্ষিণ আফ্রিকা– এক হেট জু লিফ
মরক্কো- আনা উহিব্বুকা
নাইজেরিয়া- মো নি ফে রে
চাকমা ভাষায় আমি তোমাকে ভালোবাসি
চাকমা ভাষায় ”মুই তরে হোসপাং” হলো আমি তোমাকে ভালোবাসি।
মারমা ভাষায় আমি তোমাকে ভালোবাসি
মারমা ভাষায় ”নাকো না লরি” হলো আমি তোমাকে ভালোবাসি।
বন্ধুরা এখন আপনিই ঠিক করুন বিশ্বের কোন ভাষায় আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা জানাবেন ।