সূরা ফাতিহা বাংলা উচ্চারণ সহ অর্থ-কুরআন মজীদের প্রথম সুরা হলো সুরা ফাতিহা। ‘ফাতিহা’ শব্দের বাংলা অর্থ হলো সুচনা, ভূমিকা বা প্রারম্ভিক। সুরা ফাতিহা কোরআন শরীফের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরাও বটে। কেননা সুরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়ে থাকে। উম্মুল-এর আভিধানিক অর্থ ‘মা’ বা ‘জননী’। ইহা থেকে এই সুরার গুরুত্ব অনুধাবন করা যায় খুব সহজেই। এই সুরাতে কোরআন শরীফ সারাংশ আকারে প্রকাশিত হয়েছে। মহান আল্লাহর কাছে এই সুরাটি এতটাই প্রিয় যে আল্লাহ তাঁর বান্দাদের জন্য প্রতি রাকাত নামাজে এই সুরা পড়া ফরজ করে দিয়েছেন।
সূরা আল ফাতিহা আরবিতে:
১. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
২. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
৩. الرَّحْمَٰنِ الرَّحِيمِ
৪. مَالِكِ يَوْمِ الدِّينِ
৫. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
৬. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
৭. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
সূরা ফাতিহা বাংলা উচ্চারণ সহ অর্থ:
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।
অনুবাদ : যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : আররহমা-নির রাহি-ম।
অনুবাদ : যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন
অনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম।
অনুবাদ : আমাদের সরল পথ দেখাও।
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণ : সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
অনুবাদ : সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
সূরা আল ফাতিহা’র বাংলা উচ্চারণ:
১. বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম।
২. আলহামদু লিল্লাহি রাব্বিল আ’-লামি-ন।
৩. আররাহমা-নির রাহি-ম।
৪. মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
৫. ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন
৬. ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম
৭. সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ—ল্লি-ন।
সূরা আল ফাতিহা’র বাংলা অর্থ:
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।
১. যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগত সমূহের প্রতিপালক।
২. যিনি পরম দয়ালু ও করুণাময়।
৩. যিনি বিচার দিবসের মালিক।
৪. আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
৫. তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন কর।
৬. এমন ব্যক্তিদের পথ, যাদেরকে তুমি পুরস্কৃত করেছ।
৭. তাদের পথ নয়, যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে।
(আমীন! তুমি কবুল কর!)
সূরা ফাতিহা বাংলা লেখা
আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন । আর রাহমানির রাহিম । মালিকি ইয়াওমিদ্দিন । ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তায়িন। ইহদিনাছ ছিরাতল মুস্তাকিম, ছিরাতল্লাজিনা আনআমতা আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন। আমিন।।
সূরা ফাতিহার অর্থ
সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। বিচার দিনের মালিক। আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আমাদেরকে তুমি সঠিক পথে পরিচালিত কর। তাঁদের পথে, যাঁদের তুমি অনুগ্রহ করেছ। তাদের পথে নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট ।
সুরা ফাতিহার এই সাতটি আয়াতের মধ্যে প্রথম তিনটি আয়াতের মধ্যে রয়েছে আল্লাহর পরিচয় এবং শেষ তিন আয়াতে রয়েছে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা।
সুরা ফাতিহার প্রথম তিন আয়াতে আল্লাহর পরিচয় হিসেবে তুলে ধরা হয়েছে যে, তিনি অত্যান্ত দয়ালু ও পরম করুণাময়; কারণ তিনিই মহাবিশ্বকে প্রতিপালন করছেন। ফলে তিনিই আমাদের ক্ষমা করে দেওয়ার চূড়ান্ত অধিকারী। আর তিনি যেহেতু বিচার দিবসের মালিক, সেই বিচারে তিনিই আমাদের প্রতি দয়া বর্ষণ করার একমাত্র ত্রাণকর্তা।
এছাড়াসুরা ফাতিহার শেষ তিন আয়াতের প্রথমে আয়াতে আল্লাহর কাছে আমরা সরল পথ দেখিয়ে দেওয়ার পথ নির্দেশনা চাচ্ছি। সেটা কোন পথ? অর্থাৎ যে পথে আল্লাহ তায়ালা তার নবী-রাসুলকে পরিচালিত করেছেন। এই হলো আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা। যিনি নবী-রাসুলদের পথ দেখিয়েছেন, তিনি ছাড়া আমাদের কে সর্বোত্তম পথ দেখাতে পারেন কে?
সূরা ফাতিহা বাংলা উচ্চারণ ছবি
সূরা ফাতিহা বাংলা অর্থসহ pdf
সূরা ফাতিহা বাংলা উচ্চারণ সহ অর্থ-শেষ কথা
বন্ধুরা আজকের পোস্টে আমি আপনাদেরকে সূরা ফাতিহা বাংলা উচ্চারণ সহ অর্থ সম্পর্কে সকল ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সূরা ফাতিহা বাংলা উচ্চারণ সহ অর্থ সম্পর্কে যাবতীয় তথ্যাদি আমাদের আজকের পোষ্টে পেয়ে যাবেন। আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের শিক্ষামূলক আর্টিকেল প্রকাশ করা হয়ে থাকে নিয়মিত। আপনারা যারা এই ধরনের আর্টিকেল নিয়মিত পড়তে চান তারা আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারেন। আশাকরি বিভিন্ন ইনফরমেটিভ বা তথ্যমূলক আর্টিকেল পড়তে পারবেন প্রতিনিয়ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আরও পড়ুন:
▷১ থেকে ২০ পর্যন্ত নামতা
▷1 থেকে 100 পর্যন্ত বানান বাংলা
▷ছয় ঋতুর নাম ইংরেজীতে
▷বাংলা বারো মাসের নাম
▷আরবি সাত দিনের নাম
▷কম্পাসের সাহায্য দিক নির্ণয়