সূরা ফাতিহা আরবি লেখা

সূরা ফাতিহা আরবি লেখা-সূরা ফাতিহা মুসলমানদের পবিত্র কুরআনের প্রথম সূরা। ৭টি আয়াত নিয়ে গঠিত এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। মুসলমানদের ফরজ নামাজের একটি হল নামাজের প্রতিটি রাকাতে এই সূরাটি পাঠ করা।

সূরা ফাতিহাকে অন্যান্য সূরার তুলনায় অধিক মর্যাদাপূর্ণ বলা হয়। আল্লাহ তায়ালা কুরআনের বিভিন্ন সূরা নবী (সা.)-এর কাছে ভেঙ্গে দিতেন। কিন্তু, সূরা ফাতিহা সম্পূর্ণরূপে নবী (সাঃ) এর উপর অবতীর্ণ হয়েছিল।

অন্যান্য সূরার মতো সূরা ফাতিহাও বিসমিল্লাহির রাহমানির রাহীম দিয়ে শুরু করতে হবে। সূরা ফাতিহা অন্যান্য সূরার মতই পাঠ করা হয়। তবে মাক্কী সূরা হিসেবে চিহ্নিত এই সূরাটি ভাঙার কোনো বিধান নেই। অনেকে সূরা আল ফাতিহাকে একটানা সূরা বলে থাকেন কারণ এই সূরাটি ভাঙ্গা হয়নি।

সূরা ফাতিহা আরবি লেখা

সূরা ফাতিহা নাজিল হওয়ার সময়-কাল 

সুরা হযরত মুহাম্মাদ (সা:) এর নবুওয়াত লাভের একেবারেই প্রথম যুগের সূরা। হাদিসের নির্ভরযোগ্য তথ্য থেকে জানা যায়, এটিই মুহাম্মাদের (সা.) ওপর নাযিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে মাত্র বিচ্ছিন্ন কিছু আয়াত নাজিল হয়েছিল। পরবর্তীতে সেগুলো সূরা ‘আলাক্ব’, ‘মুয্‌যাম্‌মিল’ ও ‘মুদ্‌দাস্‌সির’ ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে।

সূরা ফাতিহা এর বিষয়বস্তু 

মূলত এই সুরাটি হচ্ছে একটি দোয়া। যে কোন ব্যক্তি এই পবিত্র গ্রন্থটি পড়তে শুরু করলে আল্লাহ প্রথমে তাকে এ দোয়াটি শিখিয়ে দেন। গ্রন্থের প্রথমেই এর স্থান দেয়ার মহাত্য হলো এই যে, যদি যথার্থই এ গ্রন্থ থেকে তুমি লাভবান হতে চাও, তাহলে নিখিল বিশ্ব-জাহানের মালিক মহান আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করো।

সূরা ফাতিহা কোথায় নাজিল হয়েছে 

অধিকাংশ আলেমের অভিমত হল সূরা ফাতিহা মাক্কী সূরা। মক্কায় নামাজ ফরজ হয়েছে। সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। বরং কোনো কোনো আলেমের অভিমত হলো, সূরা ফাতিহা সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। কিন্তু এ ধরনের মতামত দুর্বল।

সূরা ফাতিহা আরবি লেখা

১. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
২. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
৩. الرَّحْمَٰنِ الرَّحِيمِ
৪. مَالِكِ يَوْمِ الدِّينِ
৫. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
৬. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
৭. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

সূরা ফাতিহা বাংলা লেখা

১. বিসমিল্লাহির রাহমা-নির রাহি-ম।
২. আলহামদু লিল্লাহি রাব্বিল আ’-লামি-ন।
৩. আররাহমা-নির রাহি-ম।
৪. মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
৫. ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন
৬. ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম
৭. সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ—ল্লি-ন।

সূরা ফাতিহা আরবি লেখা-শেষ কথা

বন্ধুরা আজকের পোস্টে আমি আপনাদেরকে সূরা ফাতিহা আরবি লেখা ‍সম্পর্কে সকল  ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সূরা ফাতিহা আরবি লেখা সম্পর্কে যাবতীয় তথ্যাদি আমাদের আজকের পোষ্টে পেয়ে যাবেন। আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ধর্মীয় শিক্ষামূলক ‍আর্টিকেল প্রকাশ করা হয়ে থাকে নিয়মিত। আপনারা যারা এই ধরনের আর্টিকেল নিয়মিত পড়তে চান তারা আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারেন। আশাকরি বিভিন্ন ইনফরমেটিভ বা তথ্যমূলক আর্টিকেল পড়তে পারবেন প্রতিনিয়ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।

আরও পড়ুন: সূরা ফাতিহা আরবি লেখা

সূরা ফাতিহা বাংলা উচ্চারণ সহ অর্থ
1 থেকে 100 পর্যন্ত বানান বাংলা
ছয় ঋতুর নাম ইংরেজীতে
বাংলা বারো মাসের নাম
আরবি সাত দিনের নাম
কম্পাসের সাহায্য দিক নির্ণয়

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন:

Leave a Comment