মহাখালী ক্যান্সার হাসপাতাল বাংলাদেশের মধ্যে জনপ্রিয় ক্যান্সার হাসপাতালগুলোর মধ্যে অন্যতম একটি ক্যান্সার হাসপাতাল। একদল উচ্চ প্রশিক্ষিত ডাক্তার, প্রশিক্ষিত নিবেদিত নার্স এবং অন্যান্য সহায়ক কর্মীবাহিনীর নিরলস প্রচেষ্টায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল বাংলাদেশ ক্যান্সার রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করে চলেছে। তাদের নিরলস পরিশ্রম এবং সর্বজনীন প্রচেষ্টার মাধ্যমে রোগীদের সুস্থ করে তুলছে প্রনিয়ত। বাংলাদেশের রাজধানী ঢাকার মহাখালীতে সুপরিষর জায়গায় নিয়ে গড়ে উঠেছে এই হাসপাতালটি। এই হাসপাতালের উপর আস্থা রেখেছেন অসংখ্য রোগী যারা এখান থেকে চিকিৎসা সেবা গ্রহন করে সুস্থ হচ্ছে ভালো হচ্ছে।
আজকের পোষ্টে আমরা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি মহাখালী ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট এবং ডাক্তারের তালিকা সম্পর্কে। উল্লেখ্য যে, বাংলাদেশের মধ্যে জনপ্রিয় হাসপাতাল গুলির মধ্যে অন্যতম হাসপাতাল হলো মহাখালী ক্যান্সার হাসপাতাল। এই হাসপাতালটি মেধাবী, প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার দ্বারা পরিচালনা করা হয়ে থাকে তাই রোগীরা সুন্দর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠে। আজকে আমরা মহাখালী ক্যান্সার হাসপাতালের ডাক্তার লিস্ট, ডাক্তারের সকল চেম্বার ও তাদের যোগাযোগ নাম্বার সহ নানা রকম তথ্য তুলে ধরার চেষ্টা করব।
মহাখালী ক্যান্সার হাসপাতালটি কোথায় অবস্থিত
মহাখালী ক্যান্সার হাসপাতাল বাংলাদেশের মধ্যে ক্যান্সার চিকিৎসায় অন্যতম একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক ক্যান্সার রোগী বা তার স্বজনরা মহাখালী ক্যান্সার হাসপাতাল সম্পর্কে নানা রকম তথ্য মানুষের মুখে বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শুনে থাকেন। এই প্রতিষ্ঠানটি একটি সুপরিচিত প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সকল প্রান্তের মানুষের ক্যান্সার রোগের চিকিৎসা প্রদান করে আসছে এবং এই প্রতিষ্ঠানের সুনাম দেশ-বিদেশে ছড়িয়েছে ইতিপূর্বেই।
তাই মানুষ বিভিন্ন স্থান থেকে এই হাসপাতালটি অনুসন্ধান করেন এবং অনেকেই আছেন যারা এই হাসপাতালটির মূল লোকেশন বা অবস্থান জানেন না। অনেকেই মেডিকেল রিপোর্ট চেক করতে চান, কিন্তু পারেন না। তাই তাদের এই হাসপাতালটির অবস্থান বা লোকেশন জানতে অনেকেই গুগলে সার্চ করে থাকেন। তাই আমরা আমাদের এই প্রতিবেদনটিতে, মহাখালী ক্যান্সার হাসপাতালের লোকেশন বা অবস্থান সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম যাতে যে কোন ব্যক্তি মহাখালী ক্যান্সার হাসপাতালের লোকেশন সহজেই জানতে পারে।
মহাখালী ক্যান্সার হাসপাতাল অর্থাৎ ক্যান্সার গবেষণায় ইনস্টিটিউট এবং হাসপাতাল ঢাকা মহাখালীতে অবস্থিত। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের 50 গজ উত্তরে এর অবস্থান। উক্ত হাসপাতালের ঠিকানা নিন্মরুপঃ
মহাখালী ক্যান্সার হাসপাতাল কন্টাক্ট নম্বর
National Institute of Cancer Research & Hospital (NICRH)
Address: Mohakhali, TB Gate Road Dhaka-1212, Bangladesh
Phone: (+88222280078) (+88)027913975, (+88)027914409 )
Fax: +88466554654
Email: nicrh@hospi.dghs.gov.bd – info@nicrh.gov.bd
Website: nicrh.dghs.gov.bd
মহাখালী ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট
প্রতিরোধ নির্ণয় চিকিৎসা ও গবেষণা জাতীয় হাসপাতালটি এখন দেশের সব ক্যান্সার আক্রান্ত রোগীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই হাসপাতালটির মাধ্যমে হাজার হাজার রোগী চিকিৎসা গ্রহন করে সুস্থতা অর্জন করছে এবং হাজার হাজার ক্যান্সার রোগী এই প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করছে। এই প্রতিষ্ঠানটি সরকারি পর্যায়ের একমাত্র টারশিয়ালি ক্যান্সার হাসপাতাল। রোগীর কোন সমস্যার সমাধানের জন্য বা ক্যান্সার রোগের চিকিৎসা গ্রহণের জন্য অবশ্যই মহাখালী ক্যান্সার হাসপাতালে যোগাযোগ করতে পারেন। এখান থেকে ক্যান্সার বিষয়ক নানা রকম তথ্য পাবেন এবং উপকৃত হবেন। এছাড়াও আপনি চাইলেই এই হাসপাতাল এর উন্নত মানের ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারেন যেই ডাক্তারের লিস্ট গুলো আমরা নিম্নে তুলে ধরার চেষ্টা করলামঃ
Prof. Dr. Md. Moarraf Hossen MBBS, DMRT (BSMMU), FCPS (Radiotherapy), Fellowship Training (India, Singapore) Cancer Specialist & Radiation Oncologist Former Director Cum Professor (Radiotherapy) National Institute of Cancer Research & Hospital |
|
Chamber & Appointment Evercare Hospital, Dhaka Address: Plot # 81, Block # E, Bashundhara R/A, Dhaka Visiting Hour: 9am to 5pm (Sat to Thu) Appointment: 10678 Green Life Hospital, Dhaka Address: 32, Bir Uttam Shafiullah Sarak (Green Road), Dhanmondi, Dhaka Visiting Hour: 6pm to 9pm (Sat, Sun, Wed & Thu) Appointment: +8801618800088 |
|
Dr. Md. Shah Jalalur Rahman Shahi MBBS (DMC), MCPS (Oncology), MPhil (Immunology) Cancer Specialist Registrar (Oncology) Ahsania Mission Cancer & General Hospital Ahsania Mission Cancer & General Hospital Address: Plot # 03, Embankment Drive Way, Sector # 10, Uttara, Dhaka Visiting Hour: 3pm to 10pm (Closed: Friday) Appointment: 10617 |
|
Dr. Shuvra Debnath MBBS, BCS (Health), MD (Radiation Oncology) Cancer Specialist Consultant (Radiation Oncology) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Aalok Health Care, Mirpur 1 Address: 21 Darus Salam Road, Mirpur 1, Dhaka Visiting Hour: 7pm to 9pm (Sat, Mon & Wed) Appointment: +8801915448500 |
|
Dr. Sura Jukrup Momtahena MBBS, FCPS (Radiotherapy), MCPS Cancer Specialist Consultant (Oncology) Ahsania Mission Cancer & General Hospital Chamber & Appointment Ahsania Mission Cancer & General Hospital Address: Plot # 03, Embankment Drive Way, Sector # 10, Uttara, Dhaka Visiting Hour: 10am to 5pm (Closed: Friday) Appointment: 10617 |
|
Prof. Dr. Sahana Parvin MBBS, DGO, FCPS (OBGYN), Training (Gynecologic Oncology, USA & SG) Gynecology, Gynecological Cancer Specialist & Surgeon Professor (Gynecological Oncology) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Labaid Specialized Hospital, Dhanmondi Address: House # 06, Road # 04, Dhanmondi, Dhaka – 1205 Visiting Hour: 8pm to 10pm (Closed: Sunday, Tuesday & Thursday) Appointment: 10606 |
|
Prof. Dr. Parveen Shahida Akhter MBBS (SBMC), FCPS (Radiotherapy) Cancer Specialist Former Professor (Medical Oncology) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Medinova Medical Services, Dhanmondi Address: House # 71/A, Road # 5/A, Dhanmondi R/A, Dhaka Visiting Hour: 7pm to 9pm (Closed: Friday) Appointment: 10658 |
|
Prof. Dr. Kazi Manzur Kader MBBS, DMRT, MSC, FACP, FRCP Fellowship Training in Radiation Oncology (India), WHO Fellow Oncology (Bangkok) Cancer Specialist Former Professor & Head (Radiation Oncology) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Popular Diagnostic Center, Dhanmondi Address: House # 16, Road # 2, Dhanmondi R/A, Dhaka – 1205 Visiting Hour: 6pm to 9pm (Closed: Friday) Appointment: +8809613787801 |
|
Prof. Dr. Md. Setabur Rahman MBBS, MS (Surgery) General, Laparoscopic, Breast & Cancer Specialist Surgeon Professor & Head (Surgical Oncology) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Delta Hospital, Mirpur Address: 26/2, Principal Abul Kashem Road, Mirpur – 1, Dhaka – 1216 Visiting Hour: 5pm to 7pm (Sat, Mon & Tuesday) Appointment: +8801301254924 |
|
Dr. Khadija Rahman (Sonia) MBBS, FCPS (Surgery) Breast, Colorectal & General Surgeon Assistant Professor (Surgery) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Ibn Sina Diagnostic Center, Malibagh Address: House # 489, DIT Road (Near Malibagh Rail Gate), Malibagh, Dhaka Visiting Hour: 5pm to 7pm (Sat, Mon & Wed) Appointment: +8801844141717 |
|
Dr. Asaduzzaman Biddut MBBS (SSMC), MD (Oncology) Cancer Specialist Assistant Professor (Medical Oncology) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Aalok Healthcare & Hospital, Mirpur 10 Address: House # 1 & 3 , Road # 2, Block # B, Mirpur 10, Dhaka Visiting Hour: 5.30pm to 9pm (Sat, Sun, Mon & Wed) Appointment: +8801915448491 |
|
Dr. Sonia Rahman MBBS, MCPS (Surgery), FCPS (Surgery), MRCS (UK), MS (Surgical Oncology) General, Laparoscopic, Colorectal & Cancer Surgeon Consultant (Surgery) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Islami Bank Specialized & General Hospital, Nayapaltan Address: 71-72, VIP Road, Nayapaltan, Dhaka Visiting Hour: 6pm to 7pm (Sat, Mon & Wed) Appointment: +8801977552283 |
|
Dr. A.T.M. Kamrul Hasan MBBS, BCS (Health), MD (Medical Oncology) Cancer Specialist & Medical Oncologist Chief Medical Officer (Oncology) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Popular Diagnostic Center, Badda Address: Cha-90/2, North Badda (Pragoti Sharoni), Dhaka Visiting Hour: 5pm to 7pm (Sat, Mon & Wed) Appointment: +8809613787809 |
|
Dr. Muhammad Zakir Hossain MBBS (Dhaka), FCPS (Surgery), MRCS (UK), FCPS Thesis (Surgical Oncology) Trained in Endoscopic & Colonoscopy Surgery (China) General, Laparoscopic, Colorectal & Cancer Surgeon Consultant (Surgery) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Sodesh Hospital, Mymensingh Address: 298/2, Maskanda (Bus Stand), Mymensingh – 2200 Visiting Hour: 5pm to 9pm (Closed: Friday) Appointment: +8809666777990 |
|
Dr. Md. Rafiqul Islam MBBS, MD (Oncology) Cancer Specialist & Oncologist Assistant Professor (Medical Oncology) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Ibn Sina Diagnostic Center, Badda Address: Cha-72/1, Progoti Soroni, Uttar Badda, Dhaka – 1212 Visiting Hour: 6pm to 9pm (Sat, Mon & Wed) Appointment: +8809610009614 |
|
Dr. Gulzar Hossain Ujjal MBBS, MD (Hematology) Blood Diseases, Blood Cancer & Hemato Oncology Specialist Consultant (Hematology) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Popular Diagnostic Center, Badda Address: Cha-90/2, North Badda (Pragoti Sharoni), Dhaka Visiting Hour: 4pm to 7pm (Closed: Friday) Appointment: +8801841122215 |
|
Dr. Md. Jahangir Kabir MBBS (DMC), FCPS (Surgery), MRCS (UK), MS (Surgical Oncology) General, Laparoscopic & Cancer Surgeon Associate Professor (Surgical Oncology) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Khidmah Hospital, Dhaka Address: C-287/2-3 Khilgaon Bishwa Road, Khilgaon, Dhaka Visiting Hour: 6pm to 9pm (Everyday) Appointment: +8809606063030 |
|
Prof. Dr. Rakib Uddin Ahmed MBBS, MD (Radiotherapy) Cancer & Radiation Oncology Specialist Associate Professor (Radiotherapy) National Institute of Cancer Research & Hospital Chamber & Appointment Anwer Khan Modern Medical College Hospital Address: House # 17, Road # 08, Dhanmondi R/A, Dhaka – 1205 Visiting Hour: 6pm to 9pm (Closed: Friday) Appointment: +8801757138425 |
মহাখালী ক্যান্সার হাসপাতালের কোর্স সমূহ
মহাকালীতে বাংলাদেশের অন্যতম ক্যান্সার হাসপাতালটি অবস্থিত। এই সরকারী হাসপাতালে মাধ্যমে অধিকাংশ ক্যান্সার রোগী চিকিৎসা গ্রহণ করে থাকেন। এই জন্য অনেকেই অনুসন্ধান করেন মহাখালী ক্যান্সার হাসপাতালে কি ধরনের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে এবং এখানে কি কি কোর্স রয়েছে এই বিষয়ে। তাই আমরা আমাদের এই প্রতিবেদনটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে কি কি কোর্স সমূহ পরিচালনা করে থাকে।
- রেডিয়েশন অনকোলজিতে এমডি কোর্স
- মেডিকেল অনকোলজিতে এমডি কোর্স
- সার্জিকাল অনকোলজিতে এমএস কোর্স
আরো পড়ুনঃ ডেঙ্গু হলে করণীয়
মহাখালী ক্যান্সার হাসপাতাল রোগী দেখার সময়সূচী
মহাখালী ক্যান্সার হাসপাতালের সকল রোগের রোগীর চিকিৎসা প্রদান করা হয়ে থাকে তবে এটি ক্যান্সার হাসপাতাল নামেই বেশি পরিচিত। অনেকেই এই হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য হাসপাতালে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করেন এবং চিকিৎসা প্রদান করার সময় সূচি সম্পর্কে জানতে চান। আমরা এই পোষ্টের মাধ্যমে এই হাসপাতালের রোগী দেখার সময়সূচি সুন্দরভাবে উপস্থাপন করলাম যাতে আপনারা খুব সহজেই যোগাযোগ করে চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা বা মহাখালী ক্যান্সার হাসপাতালে ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮:৩০ মিনিট থেকে দুপুর 2:30 মিনিট পর্যন্ত রোগী দেখা হয়।
টিকিট মূল্য ১০ টাকা।
মহাখালী ক্যান্সার হাসপাতালের রোগী ভর্তি করার নিয়ম
বাংলাদেশে অনেকেই আছেন যারা ক্যান্সার রোগীদের চিকিৎসা গ্রহণ করার জন্য অথবা উন্নতমানের চিকিৎসা গ্রহণ করার জন্য এই হাসপাতালটিতে আসেন। অনেকেই জানেন না এই হাসপাতালগুলোতে রোগী ভর্তি করার নিয়ম সম্পর্কে। আজকের এই পোষ্টের মাধ্যমে মহাখালী ক্যান্সার হাসপাতালে রোগী ভর্তি করার নিয়ম সম্পর্কে আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক নোয়াখালী ক্যান্সার হাসপাতালের রোগী ভর্তি করার নিয়ম গুলো।
- হাসপাতালের অনুসন্ধান কেন্দ্র থেকে দশ টাকা দামের একটি ফরম পূরণ করতে হবে যার মাধ্যমে জরুরি বিভাগে মেডিকেল অফিসার কে দেখানোর সুযোগ হবে। পরামর্শ অনুযায়ী ভর্তি করা হবে।
- সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি করতে পারবেন তবে এই হাসপাতালে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে।
- আপনি চাইলেই বিনা ভাড়া বিছানা গ্রহণ করতে পারেন এছাড়াও ভাড়া দিয়ে বিছানা গ্রহণ করতে পারেন অথবা কেবিন ও নিতে পারেন।
- এছাড়াও পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে আলাদা আলাদা ওয়ার্ড।
- সাধারণ রোগীদের জন্য ৫০ শতাংশ এবং হতদরিদ্র রোগীদের জন্য সম্পূর্ণ ওষুধ হাসপাতাল থেকে বিনামূল্যে দেওয়া হয়।
- এছাড়াও বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ মুক্তিযোদ্ধাদের পরিবারের কেউ হলে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে।
মহাখালী ক্যান্সার হাসপাতাল নিয়ে শেষ কথা
বন্ধুরা আমরা আমাদের আজকের এই প্রতিবেদন টি সাঁজিয়েছি মহাখালী ক্যান্সার হাসপাতাল সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি দিয়ে। মহাখালী ক্যান্সার হাসপাতাল আমাদের দেশের মধ্যে একটি অন্যতম ক্যান্সার হাসপাতাল। আপনারা যেন এই হাসপাতাল সম্পর্কে সকল ইনফরমেশন জানতে পারেন সেই লক্ষ্যে নিয়ে আমরা আমাদের আজকের পোষ্টটি সাঁজিয়েছি। আশাকরি আপনারা এই হাসপাতাল সকল তথ্যাদি জেনে এই হাসপাতাল থেকে উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহন করতে পারবেন। আমাদের এই পোষ্টের মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলেই কেবল আমাদের পরিশ্রম সার্থক। আল্লাহ হাফেজ।