বাংলা বারো মাসের নাম ইংরেজীতে

আরবি ১২ মাসের নাম বাংলায়

বাংলা বারো মাসের নাম ইংরেজীতে– আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় পাঠক অনেকে বাংলা ১২ মাসের নাম ইংরেজীতে জানেন না বা অনেকে জানলেও বানান নিয়ে ‍সমস্যা হয়। তাই অনেকে বাংলা বারো মাসের নাম ইংরেজীতে কি তা জানার জন্য ইন্টারনেটে সার্চ দিয়ে থাকেন। যে সকল বন্ধুরা বাংলা বারো মাসের নাম ইংরেজীতে জানতে চান তাদের জন্য আমাদের আজকের এই পোষ্ট। ‍আজকের এই পোষ্টের মাধ্যমে ‍আপনারা জানতে পারবেন  বাংলা বারো মাসের নাম বাংলায়, বাংলা বারো মাসের নাম ইংরেজীতে, ইংরেজী বার মাসের নাম বাংলায়,  ইংরেজী বার মাসের নাম ইংরেজীতে। তো চলুন শুরু  করা যাক-

বাংলা-বারো-মাসের-নাম-ইংরেজীতে

বাংলা বারো মাসের নাম বাংলায়

বাংলা বারো মাসের নাম বাংলায় নিন্মে আলোচনা করা হলো:

  • বৈশাখ
  • জ্যৈষ্ঠ
  • আষাঢ়
  • শ্রাবণ
  • ভাদ্র
  • আশ্বিন
  • কার্তিক
  • অগ্রহায়ণ
  • পৌষ
  • মাঘ
  • ফাল্গুন
  • চৈত্র

বাংলা বারো মাসের নাম ইংরেজীতে

বাংলা বারো মাসের নাম ইংরেজীতে নিন্মে আলোচনা করা হলো:

  • Boisakh
  • Joishtho
  • Ashar
  • Srabon
  • Vadro
  • Ashwin
  • Kartik
  • Agrahyan
  • Poush
  • Magh
  • Falgun
  • Chaitra

বাংলা বারো মাসের নাম বাংলা ও ইংরেজীতে ছক

বাংলা বারো মাসের নাম বাংলা ও ইংরেজীতে নিন্মে ছক আকারে দেখানো হলো এবং একই সাথে  বাংলা কোন মাস কোন ঋতুতে সেটাও ছকে দেখানো হলো:

ক্রমিক  বারো মাসের নাম বাংলায় বারো মাসের নাম ইংরেজীতে কাল/ঋতু
১। বৈশাখ Boisakh গ্রীষ্মকাল
২। জ্যৈষ্ঠ Joishtho
৩। আষাঢ় Ashar বর্ষাকাল
৪। শ্রাবণ Srabon
৫। ভাদ্র Vadro শরৎকাল
৬। আশ্বিন Ashwin
৭। কার্তিক Kartik হেমন্তকাল
৮। অগ্রহায়ণ Agrahyan
৯। পৌষ Poush শীতকাল
১০। মাঘ Magh
১১। ফাল্গুন Falgun বসন্তকাল
১২। চৈত্র Chaitra

 

ইংরেজী বার মাসের নাম বাংলায়

ইংরেজী বার মাসের নাম বাংলায় নিন্মে দেয়া হলো:

  • জানুয়ারি
  • ফেব্রুয়ারি
  • মার্চ
  • এপ্রিল
  • মে
  • জুন
  • জুলাই
  • আগস্ট
  • সেপ্টেম্বর
  • অক্টোবর
  • নভেম্বর
  • ডিসেম্বর

ইংরেজী বার মাসের নাম ইংরেজীতে

ইংরেজী বার মাসের নাম ইংরেজীতে নিন্মে প্রদত্ত হলো:

  • January
  • February
  • March
  • April
  • May
  • June
  • July
  • August
  • September
  • October
  • November
  • December

ইংরেজী বার মাসের নাম বাংলা ও ইংরেজীতে ছক

ইংরেজী বার মাসের নাম বাংলা ও ইংরেজীতে নিন্মে ছক আকারে দেখানো হলো:

ক্রমিক ইংরেজী বার মাসের নাম বাংলা ইংরেজী বার মাসের নাম ইংরেজী
১। জানুয়ারি January
২। ফেব্রুয়ারি February
৩। মার্চ March
৪। এপ্রিল April
৫। মে May
৬। জুন June
৭। জুলাই July
৮। আগস্ট August
৯। সেপ্টেম্বর September
১০। অক্টোবর October
১১। নভেম্বর November
১২। ডিসেম্বর December

বাংলা মাস গুলিতে ইংরেজি মাস কি থাকে?

সাধারণত বাংলা মাস ইংরেজি মাসের মাঝামাঝি থেকে শুরু হয়, সেই কারণে একটি বাংলা মাস দুটি ইংরেজি মাস ধরে চলে, যেমন :

  • বৈশাখ মাস- এপ্রিল ও মে।
  • জ্যৈষ্ঠ মাস-মে ও জুন।
  • আষাঢ় মাস-  জুন ও জুলাই।
  • শ্রাবণ মাস-জুলাই ও আগস্ট।
  • ভাদ্র মাস- আগস্ট ও সেপ্টম্বর।
  • আশ্বিন মাস-সেপ্টম্বর ও অক্টোবার।
  • কার্তিক মাস-অক্টোবার ও নভেম্বর।
  • অগ্রহায়ণ মাস-নভেম্বর ও ডিসেম্বর।
  • পৌষ মাস-ডিসেম্বর ও জানুয়ারী।
  • মাঘ মাস-জানুয়ারী ও ফেব্রুয়ারী।
  • ফাল্গুন মাস-ফেব্রুয়ারী ও মার্চ।
  • চৈত্র মাস-মার্চ ও এপ্রিল ।

বাংলা মাসের নামের উৎপত্তি

বাংলা ১২ মাসের নামগুলো উৎপত্তি হয়েছে কিছু নক্ষত্র মন্ডল, চন্দ্রের আবর্তনে ও তার অবস্থানের উপর ভিত্তি করে, যেমন :

  •  বৈশাখ-বিশাখা নক্ষত্র থেকে নেওয়া হয়েছে।
  • জ্যৈষ্ঠ-জৈষ্ঠা নক্ষত্র থেকে নেওয়া হয়েছে।
  • আষাঢ়-অষধা নক্ষত্র থেকে নেওয়া হয়েছে ।
  • ভাদ্র-ভদ্রা নক্ষত্র থেকে নেওয়া হয়েছে ।
  • আশ্বিন-আশ্বিনী নক্ষত্র থেকে নেওয়া হয়েছে ।
  • কার্তিক-কৃত্তিকা নক্ষত্র থেকে নেওয়া হয়েছে ।
  • অগ্রহায়ণ-মৃগশিরা বা অগ্রহায়নী নক্ষত্র থেকে নেওয়া হয়েছে ।
  • পৌষ-পুষ্যা নক্ষত্র থেকে নেওয়া হয়েছে ।
  • মাঘ-মঘা নক্ষত্র থেকে নেওয়া হয়েছে ।
  • ফাল্গুন-ফাল্গুনি নক্ষত্র থেকে নেওয়া হয়েছে ।
  • চৈত্র-চিত্রা নক্ষত্র থেকে নেওয়া হয়েছে ।

বাংলা বারো মাসের নাম ইংরেজীতে: প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১: বাংলা মাসের নাম কি সংস্কৃত থেকে এসেছে?

উত্তর: হ্যাঁ, বাংলা মাসের নামগুলি সংস্কৃত থেকে এসেছে।

প্রশ্ন-২: সব বাংলা মাসের নামের ইংরেজি অনুবাদ কি একই রকম?

উত্তর: না, সব বাংলা মাসের নামের ইংরেজি অনুবাদ একই রকম নয়। কিছু মাসের নামের অনুবাদ সরাসরি সংস্কৃত থেকে এসেছে, আবার কিছু মাসের নামের অনুবাদ ভিন্ন। উদাহরণস্বরূপ, “মাঘ” মাসের ইংরেজি অনুবাদ “Magh” কিন্তু “ফাল্গুন” মাসের ইংরেজি অনুবাদ “Falgun”।

প্রশ্ন-৩: বাংলা মাসের নাম মুখস্থ করার সহজ উপায় কি?

উত্তর: নিয়মিত অনুশীলন করা হল মুখস্থ করার সবচেয়ে ভালো উপায়। আপনি নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন:

  • মাসের নামের তালিকা তৈরি করুন এবং নিয়মিত অনুশীলন করুন।
  • ইংরেজিতে লেখা পাঠ্যে মাসের নাম খুঁজুন এবং তাদের বাংলা অনুবাদ মনে রাখার চেষ্টা করুন।
  • বাংলা মাসের নাম ব্যবহার করে নিজেকে পরীক্ষা করুন।
  • ইংরেজিভাষী ব্যক্তিদের সাথে কথা বলার সময় মাসের নাম ব্যবহার করার চেষ্টা করুন।

আরও পড়ুন: বাংলা বারো মাসের নাম

প্রশ্ন-৪: বাংলা বছরের প্রথম মাসের নাম কি?

উত্তর: বৈশাখ, বাংলা ১২ মাসের মধ্যে, বছরের প্রথম মাসের নাম হলো Boisakh.

প্রশ্ন-৫: কত মাসে এক ঋতু?

উত্তর: দুই মাসে এক ঋতু। যেমন আষাঢ় ও শ্রাবণ মাস হলো বর্ষা কাল।

প্রশ্ন-৬: বৈশাখ মাস কত দিনে?

উত্তর:  বাংলা বৈশাখ মাস হলো ৩১ দিনের। এই মাস টি শুরু হয় এপ্রিলের ১৫ তারিখ থেকে।

প্রশ্ন-৭: বৈশাখ কোন মাসকে বলা হয়?

উত্তর: বাংলা ভাষার প্রথম মাসকে বলা হয় বৈশাখ মাস। সাধারণত আঞ্চলিক ভাষায় আমরা গরম ও প্রখর রৌদ্রের, গাছপালা নদী খাল বিল শুকিয়ে যাওয়ার সময় কে বৈশাখ মাস বলি। আর এটি ইংরেজিতে এপ্রিল ও মে মাস।

প্রশ্ন-৮: বৈশাখ কিসের জন্য পালন করা হয়?

উত্তর: কৃষকদের সুখ ও সমৃদ্ধির জন্য পালন করা হয়। কৃষকদের যায় উৎসব টি ১৬৯৯ সালে ফসল কাটার উদযাপনের জন্য চালু করা হয়েছিল যেটি বৈশাখী নামেও পরিচিত এবং এটি চালু করেছিলেন গুরু গোবিন্দ সিং খালসা। আরো জানুন।

প্রশ্ন-৯: আষাঢ় মাস ইংরেজি কি মাস?

উত্তর: আষাঢ় মাস ইংরেজি হলো মে ও জুন মাস। (May or June).

প্রশ্ন-১০: আশ্বিন মাস কি কাল?

উত্তর: বাংলা আশ্বিন মাস হলো শরৎকাল। আর এই শরৎকাল ভাদ্র থেকে আশ্বিন পর্যন্ত চলে।

প্রশ্ন-১১: অঘ্রান মাস কোন ঋতুর মধ্যে পড়ে?

উত্তর: বাংলা মাসের অঘ্রান মাস পড়ে হেমন্ত ঋতুর মধ্যে।

প্রশ্ন-১২: ফাল্গুন মাস কি কাল?

উত্তর: ফাল্গুন মাস হলো বসন্ত কাল। আর এই ঋতুর সময় কাল হলো ফাল্গুন ও চৈত্র মাস পর্যন্ত।

প্রশ্ন-১৩: হেমন্তকাল ইংরেজিতে কী বলে?

উত্তর: হেমন্তকাল কে ইংরেজিতে বলে “Let Autumn”, আর বাংলাতে আমরা লিখি Hamanto kal.

প্রশ্ন-১৪: শরৎকাল ইংরেজিতে কী বলে?

উত্তর: শরৎকাল কে ইংরেজিতে বলে “Autumn” আর এটি সময় হলো ভাদ্র থেকে আশ্বিন মাস পর্যন্ত।

প্রশ্ন-১৪: কোন কোন মাস নিয়ে বর্ষাকাল?

উত্তর: বাংলার আষাঢ় ও শ্রাবণ মাস কে নিয়ে হলো বর্ষাকাল।

বাংলা বারো মাসের নাম ইংরেজীতে: শেষ কথা

প্রিয় পাঠক ‍আপনারা যারা বাংলা বারো মাসের নাম ইংরেজীতে জানতে ‍আমাদের এই পোষ্টটি পড়েছেন ‍আশাকরি বাংলা বারো মাসের নাম ইংরেজীতে ভালোভাবে জানতে পেরেছেন। আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন তথ্যমূলক ‍আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে নিয়মিত। আপনারা যারা এই ধরনের আর্টিকেল নিয়মিত পড়তে চান তারা আমাদের এই ওয়েবসাইটটি ফলো করতে পারেন। আশাকরি বিভিন্ন ইনফরমেটিভ বা তথ্যমূলক আর্টিকেল পড়তে পারবেন প্রতিনিয়ত। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন:

Leave a Comment