ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম? এ প্রশ্নটি নিশ্চয়ই আপনার মনেও আছে। থাকবেই না বা কেন! ফরেক্স ট্রেডিং এ আগ্রহী প্রায় সবার মনেই একই প্রশ্ন রয়েছে। ইসলামি বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে চাইলে আমাদের সবারই হালাল পথে উপার্জন করে জীবন অতিবাহিত করা উচিত। ফরেক্স ট্রেডিং করে অনেকেই প্রচুর টাকা ইনকাম করছে। তাই, আমাদের দেশের অনেক যুবক ভাই ফরেক্স ট্রেডিং করে টাকা ইনকাম করার পথে আগ্রহী হচ্ছে। এজন্যই, অনেকে জিজ্ঞাসা করে থাকে, ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম? তো চলুন, পোস্টে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
ফরেক্স ট্রেডিং কি?
ফরেক্স (Forex) বলতে ফরেন কারেন্সি এক্সেচেইঞ্জ বা বৈদেশিক মুদ্রা রদবদল বুঝানো হয়। উদাহরণ হিসেবে, একটি দেশের মুদ্রাকে যখন অন্য কোনো দেশের মুদ্রার সাথে রদবদল করা হয়, তখন তাকে ফরেক্স এক্সচেঞ্জ বলে। সংক্ষেপে যাকে বলা হয় ফরেক্স (Forex) বা এফএক্স (FX) । এটি বিশ্বের বৃহত্তম মুদ্রাবাজার যেখানে একটি মুদ্রা বিপরীত কোন মুদ্রার সাথে ব্যাংক কর্তৃক প্রদত্ত বিনিময় মূল্যের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের স্টক একচেঞ্জ কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক মানের গ্লোবাল অনলাইন ও অফলাইন ব্রোকার হাউজের মধ্যস্থতায় ট্রেড বা কেনা-বেচা হয়ে থাকে। ফরেক্স মার্কেট মুদ্রা বাজার হিসেবে যাত্রা শুরু করলেও এটি শুধুমাত্র মুদ্রা বাজারে সীমাবদ্ধ নয়। বর্তমানে ফরেক্স মার্কেটে বিশ্বের বৃহত্তম সকল কোম্পানির শেয়ার ও অন্যান্য উপাদান সমূহ কেনা-বেচা হয়ে থাকে।
ফরেক্স ট্রেডিং কি হালাল?
ফরেক্স ট্রেডিং কি হালাল এই প্রশ্নটি অনেকেই গুগলে সার্চ করে থাকেন। এর মানে বুঝাই যাচ্ছে, ফরেক্স ট্রেডিং বাংলাদেশে প্রতিদিন কী পরিমাণে জনপ্রিয় একটি উপার্জন এর মাধ্যম হয়ে উঠছে। ফরেক্স ট্রেডিং নিয়ে ইতোমধ্যে আমাদের ওয়েবসাইটে কয়েকটি পোস্ট করা হয়েছে। আপনি যদি ফরেক্স ট্রেডিং করে টাকা ইনকাম করতে চান, তবে আমাদের ওয়েবসাইট থেকে বাকী পোস্টগুলো পড়তে পারেন। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।
আরও পড়ুন – ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং কিভাবে করে
ফরেক্স ট্রেডিং হালাল হবে ততক্ষন অব্দি, যতক্ষণ পর্যন্ত আপনি ট্রেডিং করে উপার্জন করার সময় সুদ গ্রহণ করবেন না। ট্রেডিং করে হালাল এবং হারাম দুই পথেই ইনকাম করা সম্ভব। অনেকেই দ্রুত টাকা ইনকাম করার জন্য ট্রেডিং করার সময় ইন্টারেস্ট বা সুদ গ্রহণ করে থাকে। এর ফলে, তাদের ইনকাম এর সম্পূর্ণ টাকাই হারাম হিসেবে গন্য হয়। তো চলুন, ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম এ বিষয়ে একটু গভীর আলোচনা করা যাক।
উপরে দেয়া ইমেজটির দিকে লক্ষ্য করুন। আমি গুগলে সার্চ দিয়েছি, Is forex trading halal? লিখে। এ বিষয়ে অনেকেই মতামত দিয়েছে। উপরে আসা ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে, ফরেক্স ট্রেডিং হালাল, যদি সুদ গ্রহণ না করা হয়।
In general, forex trading is halal as long as it is conducted within certain guidelines. These guidelines include: No interest-based transactions.
ফরেক্স ট্রেডিং যেহেতু সারাবিশ্বের সর্বত্র ছড়িয়ে আছে, তাই এটি হালাল নাকি হারাম তা নিয়ে প্রায় পুরো বিশ্বের অনেক মানুষের মাঝেই বিস্ময় আছে। ট্রেডিং নিয়ে অনেকেই ডক্টর জাকির নায়েক কে প্রশ্ন করেছে, এটি হালাল নাকি হারাম। আপনারা চাইলে নিচে দেয়া উনার ভিডিওটি দেখে নিতে পারেন। এতে করে ট্রেডিং হালালা নাকি হারাম সেটি পরিষ্কার হয়ে যাবে।
ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম সে বিষয়ে Dr Zakir Naik এর মন্তব্য (ভিডিও) –
ফরেক্স ট্রেডিং কি হারাম?
অনেকেই ফরেক্স ট্রেডিং করে উপার্জন এর টাকাকে হারাম মনে করে থাকেন। ফরেক্স ট্রেডিং থেকে উপার্জিত অর্থ একদিক থেকে হালাল আবার আরেকদিক থেকে হারাম। একই সাথে হালাল এবং হারাম হওয়ার কারণ হচ্ছে, ফরেক্স ট্রেডিং করে যদি কেউ সুদের অর্থ গ্রহণ করে, তবে সেই টাকা হারাম হিসেবে গন্য হবে। কিন্তু, কেউ যদি ট্রেডিং করে সুদ বা ইন্টারেস্ট গ্রহণ না করে, তবে তার উপার্জন এর টাকা হালাল হবে।
তাই, আপনি যদি হালাল ভাবে ট্রেডিং করে উপার্জন করতে চান, তবে আপনাকে সুদ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। ট্রেডিং থেকে উপার্জিত টাকার সাথে যদি এক টাকাও সুদ মিশে যায়, তবে পুরো টাকাই হারাম হয়ে যাবে।
ফরেক্স কি জুয়া?
ফরেক্স কি জুয়া নাকি ব্যবসা এটা নিয়ে অনেকের মনেই শঙ্কা রয়েছে। কোন কিছু না বুঝে ভাগ্যের উপর ছেড়ে দেয়া হলে তাকে জুয়া বলা যেতে পারে। কিন্তু ফরেক্স এ বুঝতে হয় তারপর ট্রেড করতে হয়। তাহলে আপনিই বলুন কিভাবে ফরেক্স জুয়া হয়? আপনি ভাল ভাবে শিখে এই মার্কেটে সময় দিলে আপনার লাভ হবে নতুবা লস হবে যা কিনা সিম্পল বিজনেস এর মতো। সুতরাং ফরেক্স একটা ব্যবসা। আপনি ইচ্ছা করলেই এই ব্যবসা করে লাভবান হতে পারেন। আমাদের দেশে এখন অনেক মানুষ এই ব্যবসার সাথে জড়িত। প্রকৃত ট্রেডারদের কাছে ফরেক্স একটা পেশা। ফরেক্স একটা ব্যবসা এটাকে জুয়া মনে করার কোন সুযোগ নেই।
কেননা, ফরেক্স মার্কেট বর্তমান বিশ্বব্যাপি একটা আন্তর্জাতিক ট্রেডিং প্লাটফর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে । আর এই স্বীকৃতি বলে দিচ্ছে যে এটা হল একটা জনপ্রিয় ব্যবসায়।
ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ?
ফরেক্স ট্রেডিং শুরু করার আগে অনেকের মনেই এমন প্রশ্নের দেখা যায়। ফরেক্স ট্রেডিং বাংলাদেশে বৈধ নাকি অবৈধ সেটা জেনেই আমাদের ফরেক্স ট্রেডিং শুরু করা উচিত। ফরেক্স ট্রেডিং বাংলাদেশে বৈধ। তবে সেটি শুধুমাত্র বাংলাদেশে ব্যাংক কর্তৃক অনুমোদন যাদেরকে দেয়া হয়েছে, শুধুমাত্র তাদের জন্য। বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন না নিয়ে যদি কেউ ফরেক্স ট্রেডিং শুরু করে বা ফরেক্স ট্রেডিং এ ব্রোকারি শুরু করে, তবে আইন অনুযায়ী সেটি সম্পূর্ণরূপে অবৈধ। ফরেক্স ট্রেডিং করার যেসব নিয়ম-আইন রয়েছে, সেগুলো লঙ্ঘন করে কেউ যদি এই কাজে যুক্ত থাকে, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারে আইন শৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন – ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ?
ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম?
ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম এ বিষয়ে উপরে ইতোমধ্যে অনেক আলোচনা করেছি। বিভিন্ন যৌক্তিক আলোচনা এবং কিছু প্রমাণ উল্লেখ করে দিয়েছি। ডক্টর জাকির নায়েক এর মন্তব্য এর ভিডিও উল্লেখ করে দিয়েছি। আশা করছি এসব থেকে আপনার মনের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। মোদ্দা কথা হচ্ছে, ট্রেডিং ততক্ষন পর্যন্ত হালাল, যতক্ষণ পর্যন্ত আপনি সেটি শরিয়া মেনে করবেন। অনেক হারাম কর্মকাণ্ড রয়েছে, যেগুলো ট্রেডিং এর সাথে যুক্ত করে ফেললে আপনার উপার্জন হারাম হয়ে যাবে। তাই, ট্রেডিং করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সকল কাজ শরিয়া মেনে করতে হবে।
আরও পড়ুন – NID CARD CHECK করার নিয়ম
ফরেক্স ট্রেডিং কিভাবে করে?
ফরেক্স ট্রেডিং কি সেটি ইতোমধ্যে আপনাদের সাথে আলোচনা করেছি। ট্রেডিং এর মূল কাজ হচ্ছে অন্য কোনো দেশের মুদ্রা ক্রয় করা এবং যখন উক্ত দেশের মুদ্রার মান বা রেট বেড়ে যাবে, তখন সেই মুদ্রা উচ্চ দামে বিক্রি করা। এভাবে করে ট্রেডিং করা হয়ে যাবে। ট্রেডিং এর এই কাজে ক্রয়-বিক্রয় রয়েছে। তাই, যারা বলে ফরেক্স কি জুয়া বা ফরেক্স ট্রেডিং কি হারাম, তাদের এসব প্রশ্নে মনোযোগ দিবেন না। কারণ, যেখানে ক্রয়-বিক্রয় আছে, অভিজ্ঞতার প্রয়োজন আছে, সেটি কখনো জুয়া বা হারাম হতে পারে না। তবে, হারাম তখনই বলা যাবে, যখন ট্রেডিং থেকে উপার্জিত অর্থের সাথে সুদ যুক্ত হবে।
ট্রেডিং করার আগে অবশ্যই ফরেক্স ট্রেডিং কীভাবে করে সেটি শিখে নিতে হবে। কারণ, এই সেক্টরে আপনার প্রয়োজন অভিজ্ঞতা। শুধু অভিজ্ঞতা হলেই হবে না, প্রয়োজন হবে ইনভেস্ট। ইনভেস্ট করে যদি অভিজ্ঞতা না থাকে, তবে লস খাওয়ার চান্স অনেক বেশি। তাই, সবকিছু বুঝে শুনে তবেই এই সেক্টরে পা বাড়াতে হবে।
আমাদের শেষ কথা
আজকের এই পোস্টে আপনাদের সাথে ফরেক্স ট্রেডিং কি হালাল এ বিষয়ে বিস্তর আলোচনা করেছি। আশা করছি, ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম পোস্টটি থেকে আপনার জন্য অনেক সহায়ক হবে। পোস্টে শুধু নিজের মনগড়া কথা না লিখে যথেষ্ট প্রমাণ এবং যুক্তি যুক্ত করে দেয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি।
আরও পড়ুন-
কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন।
ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ?