ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং কিভাবে করে-২০২৩

ফরেক্স ট্রেডিং কিভাবে করে-যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন তারা প্রায়ই একটি নাম শুনে থাকবেন আর সেটা হলো Forex Trading যা ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং বা কারেন্সি ট্রেডিং নামেও পরিচিত। ফরেক্স মারকেট হলো  একটি বিশ্বব্যাপী বিকেন্দ্রীভূত মার্কেটপ্লেস যেখানে বৈদেশিক মুদ্রা কেনা-বেচা হয়। ইতিমধ্যে ফরেক্স ট্রেডিং মারকেট বিশ্বের সবচেয়ে বড় লিকুইড মানির বাজার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ২০১৯ সালের এক সমীক্ষা অনুযায়ী জানা যায় বিশ্বের বিভিন্ন ফরেক্স মার্কেট হতে প্রতিদিন গড়ে ৬.৬ ট্রিলিয়ন ডলার ফরেক্স ট্রেডিং মারকেট হতে লেনদেন হয়।  

অনলাইনে ইনকাম করার একটি জনপ্রিয় মাধ্যম ফরেক্স ট্রেডিং। এই সেক্টরে কাজ করে অনেকে অনলাইনে টাকা ইনকাম করতে চাই কিন্তু অনেকেই ফরেক্স ট্রেডিং কিভাবে করে সেই সম্পর্কে তেমন  কিছুই জানে না। সুতরাং তাদের জন্য সাজানো হয়েছে আমাদের আজকের ফরেক্স ট্রেডিং সম্পর্কিত পোষ্ট। আজকের পোস্টের মাধ্যমে আমরা জানব ফরেক্স ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং ট্রেডিং কিভাবে করে, ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে, ফরেক্স ট্রেডিং থেকে কিভাবে টাকা আয় করা যায়, ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ, ফরেক্স ট্রেডিং কি হালাল ইত্যাদি অর্থাৎ ফরেক্স ট্রেডিং সম্পর্কে A টু  Z আলোচনা করা হবে আজকের পোষ্টে। তো চলুন শুরু করা যাক-

বিশেষ সতর্কতা- আজকের পোস্টেটি আপনাকে ফরেক্সে উৎসাহিত বা নিরুৎসাহিত করার উদ্দেশ্যে নয় বরং আপনার জ্ঞান বাড়ানোর জন্য কিছু তথ্য দেওয়া হলো যাতে আপনারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে সঠিক তথ্য জানতে পারেন।

ফরেক্স ট্রেডিং কিভাবে করে

আলোচ্য সূচি:

ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং কি? – What is Forex Trading?

ফরেক্স ট্রেডিং এর ফরেক্স মানে হলো ফরেন এক্সচেঞ্জ (Foreign Exchange) যার অর্থ বৈদেশিক মুদ্রার লেনদেন। অর্থাৎ একদম সহজ ভাষায় বৈদেশিক মুদ্রার বিনিময়কে ফরেক্স ট্রেডিং হিসাবে বিবেচনা করা হয়। ফরেন এক্সচেঞ্জ FX ও ফরেক্স নামেও পরিচিত। ২০১৯ সালের এপ্রিল মাসের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী প্রতিদিন ৬.৬ ট্রিলিয়ন ফরেন এক্সচেঞ্জ সেটেলমেন্ট করা হয়। ফরেক্স মার্কেট বিশ্বের বৃহত্তম  ফাইন্যানসিয়াল মার্কেট।

ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স এতো জনপ্রিয় কারণ কমার্স, ট্রেডিং বা ট্যুরিজম এর মত জনপ্রিয় সেক্টরগুলোতে একটি দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর ব্যাপারটি দারুণভাবে সম্পন্ন করতে পারে বলে। 

Forex Market কি?

Forex Trading একটি অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক মার্কেট। ফরেক্স মার্কেটে পৃথিবীর অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর মুদ্রা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ট্রেডিং করা হয়। এই মুদ্রাগুলো একটি দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রা জোড়া আকারে থাকে।

ফরেক্স মার্কেটে প্রতিদিন প্রায় চার লক্ষ কোটি টাকারও বেশি লেনদেন হয়। সারা বিশ্বে এই মার্কেটের মতো এতো বড়ো ও জনপ্রিয় মার্কেট আর একটিও নেই। Forex trading বর্তমান আমাদের দেশেও অনেক জনপ্রিয়।

Forex মার্কেটটি কিছুটা শেয়ার মার্কেটের মতো, তবে শেয়ার মার্কেটের সঙ্গে কিছু সামঞ্জস্য থাকলেও কাজের ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে আলাদা এবং নিরাপদ। এই মার্কেটটি অনেক বড়ো তাই কোনো ব্যক্তি বা দেশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

এটি তার নিজ গতিতেই চলে এবং Forex Market এ লোকসানের পরিমাণ খুব কম। এটি এমন একটি মার্কেট যেখানে ট্রেড করতে জানলে কোন মুদ্রার দাম কমলেও লাভ আবার বাড়লেও লাভ করতে পারবেন।

ফরেক্স ট্রেডিং কিভাবে করে?

আমরা ইতোমধ্যেই হয়তো বুঝে গেছি যে ফরেক্স ট্রেডিং মানেই হলো কোনো দেশের মুদ্রা কিনে সেটিকে অন্য আরেক দেশের মুদ্রার বিনিময়ে বেঁচে দেওয়া। তবে আদতে এটিকে সহজ মনে হলেও ফরেক্স ট্রেডিং এতটা সহজ ব্যাপার নয়। ঠিকভাবে ফরেক্স ট্রেডিং শিখে এরপর বুঝে শুনে নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করতে হয়। প্রচুর ইনভেস্টর ফরেক্সের লাভের ব্যাপারে শুনে এখানে ইনভেস্ট করেন। কিন্তু ৯৫ শতাংশই এক্ষেত্রে খালি হাতে ফিরে যান। এর পেছনে মূল কারন হলো ফরেক্স সম্পর্কিত জ্ঞানের ঘাটতি।

ফরেক্সে ট্রেডিং করার জন্য বেশ কিছু এজেন্ট, কোম্পানি বা ব্রোকার রয়েছে। এই ব্রোকারদের সাহায্য নিয়েই আপনি ফরেক্সে টাকা ইনভেস্ট করা এবং মুদ্রা গুলোর লেনদেন করতে পারবেন। তাই ফরেক্স ট্রেডিং ভালভাবে শিখে তারপর কোনো ভাল ব্রোকারের সাহায্যে আপনি ফরেক্স ট্রেডার হতে পারবেন।

ফরেক্স মার্কেটে সব সময় বিভিন্ন দেশের মুদ্রার বর্তমান দামের আপডেট থাকে। মুদ্রা কেনা বা বেঁচার সময় ট্রেডারকে সেই মুদ্রার বর্তমান এক্সচেঞ্জ রেট দেখে সিদ্ধান্ত নিতে হয়। গ্লোবাল ফরেক্স মার্কেটে এমনভাবে প্রত্যেক দেশের মুদ্রার বর্তমান দাম আপডেট হতে থাকে। ফরেক্সে ভিন্ন কোনো দেশের মুদ্রা কেনার সময়ে আপনি নিজ দেশের মুদ্রাও ব্যবহার করতে পারবেন। ফলে কোনো দেশের মুদ্রার কম দামের সময় সেখানে ইনভেস্ট করে সেদেশের মুদ্রা কিনে রাখলে এবং বেশি দামের সময় সেই মুদ্রা বিক্রি করে দিয়ে ফরেক্স ট্রেডাররা আয় করে থাকে। এভাবেই এটি বিশ্বের সবচেয়ে বড় লেন দেনের বাজারে পরিণত হয়েছে।

ফরেক্স ট্রেডিং করতে কি কি প্রয়োজন

সর্বপ্রথম আপনি মানষিক এবং কৌশলের দিক দিয়ে নিজেকে তৈরি করুন। কারণ এগুলো আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। এখানে আপনার প্রয়োজন পড়বে একটি কম্পিউটার বা ল্যাপটপ, একটি ইন্টারনেটের সংযোগ এবং কিছু অনলাইন ডলার থাকতে লাগবে।

অনলাইন ডলার বা ইন্টারনেট ডলার আপনি ফ্রিল্যান্সারদের নিকট পেয়ে যাবেন। ফ্রিল্যান্সার হলো যারা ইন্টারনেটে কিছু টাকার বিনিময়ে আপনার জন্য কাজ করে দিবে। ফরেক্স ব্রোকার সাইটে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে খুলতে পারবেন।

ফরেক্স ট্রেডিং শিখুন

যে কোন কাজ শুরু করার আগে সেই কাজ সম্পর্কে ভালোভাবে জেনে নেয়া বা শেখা উচিৎ। ফরেক্স ট্রেডিংও তার ব্যতিক্রম নয়। ফরেক্স ট্রেডিং করা খুবই রিক্স। এখানে সামান্য ভুলের কারণে বিশাল আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই ফরেক্স ট্রডিং ভালোভাবে না শিখে হুজুগের বশবতী হয়ে ফরেক্স ট্রেডিং এ নামলে পুজি হারানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বর্তমান আধুনিক যুগে ফরেক্স ট্রেডিং শেখার অনেক মাধ্যম রয়েছে। এখন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা ফরেক্স ট্রেডিং করায় আপনি সেখানে ভর্তি হয়ে শিখে নিতে পারেন। এছাড়া অনলাইনে বই বা আর্টিকেল পড়ে, ভিডিং কন্টেন্ট দেখেও আপনি শিখতে পারেন। মোট কথা যেভাবেই শেখেন না কেন আপনাকে ফরেক্স ট্রেডিং এর খুটিনাটি বিষয়সহ সকল বিষয় ভালোভাবে রপ্ত করতে হবে। কেবল মাত্র তখনই এই মার্কেট থেকে লাভবান হতে পারবেন। আশাকরি বিষয়টি বুঝতে পেরেছেন।

কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন?

ফরেক্স ট্রেডিং কিভাবে করে সে সম্পর্কে হয়তো আপনি ইতোমধ্যেই জেনে গেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারেক্স ফরেক্স ট্রেডিং থেকে আয় করব কিভাবে। এখন সেই প্রশ্নের উত্তরটিই দেওয়ার চেষ্টা করব।

ফরেক্স ট্রেডিং থেকে আয় করতে চাইলে প্রথমত ভাল কোনো ব্রোকারের মাধ্যমে ফরেক্সে একাউন্ট ওপেন করতে হবে। ফরেক্সের কিছু ব্রোকারের নাম হলো – Hot Forex, Trading Point, Delta Stock AD, eToro, Fast Brokers, Tadawul FX,  Windsor Brokers ইত্যাদি। ফরেক্সে আয় করার ক্ষেত্রে ভালো ব্রোকার অনেক গুরুত্বপূর্ণ। কারণ ভালো ব্রোকার আপনাকে কম টাকায় একাউন্ট খুলতে সাহায্য করবে। এছাড়া তারা  আপনাকে কম বিনিয়োগে ভাল ফরেক্স ট্রেডিং করার সুযোগ দিবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা অনলাইন সাপোর্ট দিবে।

ফরেক্স ট্রেডিং থেকে আয় করার ক্ষেত্রে ফরেন এক্সচেঞ্জে কারেন্সির উঠা নামার দিকে লক্ষ্য রেখে আপনাকে কম দামী কিন্তু সম্ভাবনায় কারেন্সি কিনতে হবে। এরপর সেই কারেন্সির দাম বেড়ে গেলে ভাল দামে বিক্রি করে দিতে হবে। আপনি যে ব্রোকারের সাহায্যে ফরেক্সে লেনদেন করবেন তাদের ওয়েবসাইট বা এপসের মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে এনালাইসিস পাবেন, সেগুলো বিশ্লেষণ করেই মূলত ইনভেস্ট করতে হবে। সুতরাং ফরেক্স ট্রেডিং থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে অবশ্যি ফরেক্স ট্রেডিং ভালভাবে শিখতে হবে।

মোবাইলে ফরেক্স ট্রেডিং

আমাদের মাঝে অনেকেই আছেন যারা ফরেক্স ট্রেডিং করতে চাই কিন্ত তাদের  ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার নাই কিন্তু তা বলে কি তারা ফরেক্স করতে পারবে না? অবশ্যই পারবে যদি তাদের কাছে একটা স্মার্ট ফোন থাকে তাহলে তারা মোবাইল ফোন দিয়েই খুব সহজেই ফরেক্স ট্রেডিং করতে পারবে। তাছাড়া অনেকে ল্যাপটপ দিয়ে ফরেক্স ট্রেডিং করলেও জরুরী প্রয়োজনে অনেক সময় তাদের মোবাইল ফোন থেকে ফরেক্স ট্রেডিং এর এনালাইসিস করতে হয়। তখন অনেকে লগ ইন করতে সমস্যায় পড়েন। এই সমস্যার সমাধান পেতে লেখাটির এই অংশে চোখ ভালো ভাবে পড়ুন।

মোবাইল এর মাধ্যমে ফরেক্স ট্রেডিং করতে হলে আপনার মোবাইল ফোনে Meta trader 4 বা MT4 নামক অ্যাপসটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করতে হবে।

তারপর ব্রোকারের কাছে থেকে আপনার ই-মেইলে পাওয়া MT4 অ্যাকাউন্ট ডিটেইলস দিয়ে লগইন করতে হবে। মোবাইলে আপনার একাউন্টে লগইন করা কিছুটা ভিন্ন। তাই অনেকে লগইন করতে সমস্যায় পড়েন। কিন্তু নিচের দেখানো নিয়ম মেনে লগইন করলে অবশ্যই লগ ইন করতে পারবেন।

সফটওয়্যারটিতে লগ ইন করার পর সেটিং ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর বামপাশের উপরের মেনুতে ক্লিক করার সাথে সাথেই ম্যানেজ একাউন্ট দেখতে পারবেন।  সেখানে ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে।  সেখান থেকে আপনি Login to add existing account সিলেক্ট করবেন।  তারপর আপনাকে ইমেইল করে যে সার্ভারটি দেওয়া হয়েছিল সেটি লিখে সার্চ করবেন।  সেই সার্ভারটির পেয়ে গেলে সেখানে ক্লিক করে ইউজার ID এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন।

এভাবেই আপনারা মোবাইল ব্যবহার করেই ট্রেডিং শুরু করতে পারবেন।  লগইন হয়ে যাবার পর অ্যাপসটির মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আশা করি সেগুলোতে নিয়ে একটু চর্চা করলেই মোবাইল থেকে ফরেক্স ট্রেডিং করতে আপনাদের কোনো সমস্যা হবেনা।

বাংলাদেশে ফরেক্স ট্রেডিং কি বৈধ?

ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭  আইন অনুযায়ী, বাংলাদেশে ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা আদানপ্রদান শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত ডিলার বা মানি চেঞ্জার দ্বারা করা যাবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এর অনুমোদনবিহীন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান   যদি ফরেক্স ট্রেডিং করে, সেক্ষেত্রে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান বেআইনি এবং দন্ডযোগ্য অপরাধী হিসেবে বিবেচিত হবে।

সহজ ভাবে বলা যায় যে, ফরেক্স ট্রেডিং  বাংলাদেশে অবৈধ নয় তবে তা অবশ্যই বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি অনুসারে করতে হবে। এছাড়া এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন।

ফরেক্স ট্রেডিং কি হালাল | forex trading is halal?

আপনার যদি ফরেক্স ট্রেডিং করার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে দুইটি বিষয় অবশ্যই আপনার মনে উদয় হতে পারে। এই প্রশ্ন ২টি হলো – ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ এবং ফরেক্স ট্রেডিং কি হালাল? বিষয় ২টি যথেষ্ট গুরুত্ব বহন করে। একটু আগেই আমরা জেনেছি ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ সেই সম্পর্কে। এখন আমরা জানব ফরেক্স ট্রেডিং কি হালাল এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। 

বাংলাদেশের একটি মুসলিম প্রধান দেশ। এদেশে অধিকাংশ মানুষই মুসলিম এবং মুসলিমদের যেকোনো কাজের আগে হালাল এবং হারাম সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি। ফরেক্স ট্রেডিং যেহেতু একটি নতুন ব্যবসা, অনেকেই এই ব্যবসার পদ্ধতি নিয়েও দ্বিধার মধ্যে আছেন। তাই আমাদের সকলের মধ্যেই ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম সে সম্পর্কে প্রশ্ন রয়ে গেছে। লেখাটির এই অংশে আমরা ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম সে সম্পর্কে জানার চেষ্টা করব।

ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম এই প্রশ্নের উত্তরে আলেমদের কাছ থেকে দুইরকম বক্তব্য পাওয়া যায়৷ ফরেক্স ট্রেডিং এর মানে হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার বেচা কেনা বেঁচা। মুদ্রা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সেদেশের মুদ্রার একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট রেট থাকে। আমি বা আপনি ফরেক্স ট্রেড শুরু করলে সেই ইন্টারেস্ট রেট আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই ইন্টারেস্ট গ্রহণ করা মুসলিমদের জন্য সম্পূর্ণভাবে হারাম।

ইন্টারেস্ট গ্রহণের এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য ফরেক্সের অনেক ব্রোকার আজকাল ইন্টারেস্ট ফ্রি একাউন্ট বা  ইসলামিক একাউন্ট বা মুসলিম ফ্রেন্ডলি একাউন্ট এর পদ্ধতি গ্রহণ করেছে। যেসব ব্রোকাররা এই ইন্টারেস্ট ফ্রি একাউন্ট সাপোর্ট করে সেগুলোতে লেনদেন করা হারাম হবেনা। কারন, কেন্দ্রীয় ব্যাংক যে ইন্টারেস্ট রেট দেয়, সেই হারাম থেকে তখন আমরা মুক্ত।

তাছাড়া ফরেক্স ট্রেডিংয়ে বিভিন্ন দেশের মুদ্রার  ক্রয় বিক্রয় করা হয়। এক দেশের মুদ্রা বিক্রি করে অন্য দেশের মুদ্রা ক্রয় করার ক্ষেত্রে হারাম কিছু নেই বলে মত দিয়েছেন আলেমরা। তবে একই দেশের মুদ্রা কেঁনাবেচা করলে সেটি হারাম হতে পারে। কারন এক টাকার দাম সব সময় এক টাকাই থাকবে। এক টাকার নোট দুইটাকায় বিক্রি করলে সেটি হবে সুদের নামান্তর। ভিন্ন দেশের মুদ্রা কেনা বেচায় দর পতনের ঝুঁকিও রয়েছে।

অতএব যেহেতু এখানে পরিশ্রম, ঝুকি এবং ইনভেস্ট এর বিষয় আছে সেক্ষেত্রে এই ব্যবসা ইসলামিক দৃষ্টিতে হালাল। তবে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য কোনো প্রখ্যাত আলেমের সাহায্য নিতে পারেন। নিচে ফরেক্স ট্রেডিং হালাল বা হারাম সম্পর্কিত একটি ভিডিও লিংক শেয়ার দেয়া হলো। আশা করি সঠিক ধারণা পেয়ে যাবেন।

ফরেক্স ট্রেডিং কি হালাল সম্পর্কিত ভিডিও

ফরেক্স ট্রেডিং কিভাবে করে- FAQ

১। ফরেক্স একাউন্ট কয় ধরনের?

ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স একাউন্ট করতে হবে। ফরেক্স একাউন্ট ছাড়া ফরেক্স ট্রেডিং করা সম্ভব নয়। সাধারণত ফরেক্স একাউন্ট লট সাইজের উপর নির্ভর করে তিন ধরনের একাউন্ট খোলা হয়ে থাকে। যেমন- মাইক্রো ফরেক্স একাউন্ট, মিনি ফরেক্স একাউন্ট এবং স্ট্যান্ডার্ড ফরেক্স একাউন্ট।

২। মাইক্রো ফরেক্স একাউন্ট কাকে বলে?

আমরা জানি মাইক্রো মানে ছোট। মাইক্রো ফরেক্স একাউন্ট মানে হলো ছোট ফরেক্স একাউন্ট। এই টাইপের একাউন্ট দিয়ে প্রতি লটে এক হাজার ডলার এর বেশি ট্রেড করা যায় না। আপনি চাইলেও এর বেশি ডলার দিয়ে ট্রেড করতে পারবেন না।

৩। মিনি ফরেক্স একাউন্ট কাকে বলে?

মিনি ফরেক্স একাউন্ট এর লিমিট মাইক্রো ফরেক্স একাউন্ট এর চেয়ে কিছুটা বেশি। মিনি ফরেক্স একাউন্ট কে মধ্যম মানের ফরেক্স একাউন্ট বলে হয়ে থাকে। এই একাউন্ট দিয়ে প্রতি লটে ১০,০০০ ডলার পর্যন্ত ট্রেড করা যায়। অর্থাৎ প্রতি লটে আপনি ১০,০০০ ডলার অব্দি ট্রেড করতে পারবেন।

স্ট্যান্ডার্ড ফরেক্স ট্রেডিং

স্ট্যান্ডার্ড ফরেক্স একাউন্ট কে সাধারণ ফরেক্স একাউন্ট বলে। সাধারণত বেশি পরিমাণ টাকা ট্রেড করার জন্য এই একাউন্ট ব্যবহার করা হয়। এই টাইপের একাউন্ট দিয়ে ১,০০,০০০ ডলার পর্যন্ত ট্রেড করা যায়।

আস্ক

একজন ট্রেডার সর্বনিন্ম যে প্রাইজে মুদ্রাটি কিনতে আগ্রহী সেই প্রাইজকে আস্ক (Ask) বলে। আস্ক প্রাইজ অধিকাংশ সময়েই বিড প্রাইজ থেকে বেশি হয়ে থাকে।

বিড

বিড হলো কোন মার্কেটার যে নির্দিষ্ট মূল্যে তার কাছে থাকা মুদ্রা বিক্রি করতে আগ্রহী সেই মূল্যেকে বিড বলে। কোন বায়ার যদি কোন কারেন্সী ক্রয়ের জন্য আস্ক করে তখন একজন সেলার তার কাছে থাকা কারেন্সি বিক্রয়ের জন্য বিড করে। বিড প্রাইজ বাজারের দামের সাথে মিল রেখে উঠা-নামা করে।

বেয়ার মার্কেট

বেয়ার মার্কেট হলো যে সময় মার্কেটে সকল কারেন্সীর দাম কমে যায় তখন সেই সময়ের মার্কেটকে বেয়ার মার্কেট বলে। বেয়ার মার্কেট কে সাধারণত বাজার মন্দা ও বাজারের অর্থ সংকট কে নির্দেশ করে।

বুল মার্কেট

যখন ফরেক্স মার্কেটে সকল কারেন্সির দাম বেড়ে যায় তখন সেই মার্কেটকে বুল মার্কেট বলে। বুল মার্কেট সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার উন্নতিকে নির্দেশ করে।

লেভারেজ

ফরেক্স মার্কেটে ট্রেডারদের কাছে সব সময় সমান টাকা থাকে না। অনেক সময় টাকা লোন নিয়ে ট্রেড করতে হয়। ফরেক্স মার্কেটে ব্রোকার হাউজ থেকে লোন নিয়ে ট্রেড করাকে লেভারেজ বলে। লেভারেজ এর পরিমাণ বেশি হলে এর দ্বারা মার্কেট প্রভাবিত হয়।

লট

ফরেক্স মার্কেটে কারেন্সির সকল লেনদেন লট আকারে হয়ে থাকে। সহজ ভাষায় বলতে গেলে কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেন হলে সেই পরিমাণ অর্থকে একত্রে লট বলে। লেনদেন করার সময় লট যত বেশি হবে সেই ট্রেডে লাভ বা লোকসানের পরিমাণও তত বেশি হবে। উপরে আমরা যে তিন ধরনের ফরেক্স ট্রেডিং একাউন্টের কথা জেনেছি সেই একাউন্ট গুলো মূলতঃ এই লটের উপর নির্ভর করে তৈরি হয়।

মার্জিন

কারেন্সি ট্রেডিং করার ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে ভিন্ন কোন একাউন্টে টাকা গচ্ছিত রাখাকে মার্জিন বলে। মার্জিনে রক্ষিত অর্থ ব্রোকার হাউজগুলিকে আর্থিকভাবে সচ্ছল রাখতে সহায়তা করে। তাছাড়া ট্রেডার এর শর্ত ও বাধ্য বাধকতা পুরণে সক্ষম হওয়ার ক্ষেত্রে মার্জিন বিশাল ভুমিকা পালন করে।

ফরেক্স ট্রেডিং কিভাবে করে সম্পর্কিত শেষকথা

বন্ধুরা এই ছিল আমাদের ফরেক্স ট্রেডিং কিভাবে করে এই বিষয়ক পোষ্ট। আশা করি সম্পূর্ণ পোষ্টটি পড়ার মাধ্যমে জানতে পেরেছেন-ফরেক্স ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং কিভাবে করে, ফরেক্স ট্রেডিং কিভাবে করে, ফরেক্স ট্রেডিং হালাল না হারাম। এছাড়াও ফরেক্স ট্রেডিং বাংলাদেশে বৈধ কি না সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। আশা করি বিষয়গুলো ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন।

আপনি চাইলে আপনার শুভাকাঙ্খীদের সাথে আমাদের আজকের পোষ্ট ফরেক্স ট্রেডিং কিভাবে করে এই তথ্যগুলো শেয়ার করতে পারেন। আমদের দেয়া তথ্যগুলো দ্বারা আপনার পাশাপাশি তারাও উপকার পেতে পারেন। ফরেক্স ট্রেডিং নিয়ে যদি আপনাদের কোন বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।

আরও পড়ুন-

ফরেক্স ট্রেডিং বাংলাদেশে কি বৈধ?

ফরেক্স ট্রেডিং শিখুন

ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

ব্লগিং করে টাকা আয় করার উপায়

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন:

Leave a Comment