ফরেক্স ট্রেডিং এর সময় জানা অনেক গুরুত্বপূর্ণ। কারণ, ফরেক্স মার্কেটে কাজ করতে গেলে এর সময়সূচি সমন্ধে আমাদের সঠিক ধারণা রাখতে হবে। ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে। তাই, ফরেক্স মার্কেট এর টাইম সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখতে হবে। যেমন, মনে করুন আপনি অফিস করেন, কিন্তু অফিস এর সময় সম্পর্কে আপনার ধারণা নেই, তাহলে আপনি অফিস ঠিকমতো কিভাবে করবেন? ঠিক তেমনি ট্রেডিং করতে চাইলে আমাদের ফরেক্স ট্রেডিং এর টাইম সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। আজকের এই পোস্টে আপনাদের সাথে ফরেক্স ট্রেডিং এর সময় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন, শুরু করা যাক।
ফরেক্স মার্কেট কি?
Foreign Exchange এর শর্টফর্ম হচ্ছে ফরেক্স (FX), এটি পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক মার্কেট। এখন প্রশ্ন থাকতে পারে কতো বড়? পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট (শেয়ার বাজার) হচ্ছে New York Stock Exchange (NYSE) যেখানে প্রতিদিন আনুমানিক $22.4 Billion এর ট্রেড হয়। আর ফরেক্স মার্কেটে প্রতিদিন ট্রেড হয় আনুমানিক $5.3 Trillion এর।
কিছু বুজলেন? ফরেক্স মার্কেট হছে এই পৃথিবীর সবচেয়ে বড় Foreign Exchange Market যেটিকে নিয়ন্ত্রণ করা একার পক্ষে কারও পক্ষে সম্ভব নয়। এর কারনে এই মার্কেট খুবই জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম হিসাবে আন্তর্জাতিক হিসাবে সমাদৃত।
ফরেক্স ট্রেড কেন করবেন?
বলেছি এই মার্কেট অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট। তাহলে প্রশ্ন হচ্ছে কেনইবা প্রতিদিন এই বিপুল পরিমাণ মানুষ এই মার্কেটে ট্রেড করে থাকেন? আর কেনইবা এটি পৃথিবীর সবচেয়ে বড় ট্রেডিং প্ল্যাটফর্ম? কোনও না কোনও সুবিধা নিশ্চয় রয়েছে এখানে৷ সেটা না হলে কেনইবা এত লোক ঝুঁকি নিয়ে ট্রেড করবেন? ফরেক্স ট্রেডের কিছু সুবিধা রয়েছে যা আপনি আর কোথাও পাবেন না।এই সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই আর্টিকেলটি ‘ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং কিভাবে করে-২০২৩” পড়ুন। সবকিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে৷
ফরেক্স ট্রেড করতে কি কি প্রয়োজন?
একজন নতুন ট্রেডার হলে, আপনি হয়তোবা চিন্তা করবেন ফরেক্স ট্রেড করার জন্য কি কি প্রয়োজন হয়। আসলে ব্যাপারটি অনেক বেশী সহজ। এক কথায় ফরেক্স মার্কেট আপনি আপনার পকেটে নিয়ে ঘুরতে পারবেন। অবাক হচ্ছেন? আপনার যদি একটি স্মার্টফোন থাকে তাহলেই আপনি ফরেক্স ট্রেড শুরু করতে পারবেন এবং এর সাথে প্রয়োজন পরবে ইন্টারনেট কানেকশন এর। এছাড়াও, আপনার যদি নিজস্ব কম্পিউটার থাকে তাহলে ফরেক্স ট্রেড করতে পারবেন খুব সহজেই। এই সম্পর্কে বিস্তারিত জানতে ‘ফরেক্স ট্রেডিং করতে কি কি প্রয়োজন?‘ আর্টিকেলটি পড়ে নিন।
কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব?
সহজ উত্তর হচ্ছে বাই/সেল করার মাধ্যমে৷ আপনি একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ার ট্রেড করে প্রফিট করতে পারেন। যেমন, একজন দোকানী- কম দামে একটি পণ্য কিনে একটু বেশী দামে আপনার কাছে বিক্রি করে। ফরেক্স মার্কেটে প্রায় সবকিছুই ট্রেড করা হয়ে থাকে কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশী পরিমাণ হচ্ছে কারেন্সি পেয়ারে ট্রেড। একটি মুদ্রার বিপরীতে অন্য একটি মুদ্রার কেনাবেচা করে প্রফিট করা যায়। বিস্তারিত জানতে আমাদের, ‘কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন’ এই আর্টিকেলটি পড়ুন৷
সফল ট্রেডারের কিছু গুণ
ফরেক্স মার্কেট থেকে প্রফিট করাটা যতটা সহজ তার থেকে বড় কষ্ট হচ্ছে নিজের ইনভেস্টের এমাউন্ট টাকে ধরে রাখা। একজন দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। ধৈর্য, ইচ্ছাশক্তি এবং প্রফিট করার মানুসিকতা হচ্ছে প্রথম শর্ত।
ফরেক্স চার্ট পরিচিতি
ফরেক্স ট্রেডিং টার্মিনালে ৩ ধরনের চার্ট পাওয়া যায়। এখন আমরা শিখব কিভাবে এই তিন ধরনের চার্টের অর্থ বুঝা যায়। একজন নতুন হিসাবে আপনার কাছে এই চার্ট স্পষ্ট নাও হতে পারে।
- লাইন চার্ট
- বার চার্ট
- ক্যান্ডেলস্টিক চার্ট
ফরেক্স ট্রেডিং এর সময়
ফরেক্স ট্রেডিং এর সময় নির্ধারণের আগে আমাদের ফরেক্স মার্কেটের ২৪ ঘণ্টা সময় দেখে নেওয়া উচিত। ফরেক্স মার্কেট মোট ৪টা বড় ট্রেডিং টাইম আছে। এগুলো হচ্ছে,
- Sydney session
- Tokyo session
- London session
- New York session
প্রত্যেকটা ট্রেডিং টাইম তাদের নিজ নিজ লোকাল বিজনেস এর সময় খোলে এবং বন্ধ হয়। প্রতিটা ট্রেডিং সেশনের একটি নির্দিষ্ট সময়ে দুটি আলাদা আলাদা ট্রেডিং সেশন ওপেন হয়। Summer টাইমে 3:00-4:00 am EDT, Tokyo session এবং London session একসাথে এবং Summer and winter from 8:00 am-12:00 pm ET তে, London session এবং the New York session session একে অন্যকে ক্রস করে।
এই সময়টা হছে পুরো ট্রেডিং সেশনের সবচেয়ে ব্যস্ততম সময় কারন এই সময়টাতে ২ ট্রেডিং সেশনের লেনদেন একসাথে হয় যার কারনে মার্কেট ট্রেডের মুভমেন্ট অনেক বেশি থাকে।
Tokyo Market session
Tokyo Market Session এ ফরেক্স ট্রেডিং এর সময় – জাপানের অর্থনীতি সবচেয়ে বেশি নির্ভরশীল রপ্তানি বাণিজ্যের উপর। জাপানের সাথে চীনা অর্থনীতিও অনেক বেশি পরিমান রপ্তানির উপর নির্ভরশীল। এ কারণে Toky Session এ সবথেকে বেশি লেনদেন হয়ে থাকে। এছাড়া, Tokyo Session এ সবথেকে বেশি লেনদেন করে থাকে commercial companies (exporters) and central banks । Tokyo session এ Australia, New Zealand, এবং Japan এর নিউজ রিলিজ হয় তাই এই সেশনে সবচেয়ে সুযোগ হচ্ছে NEWS Trade করা, এছারাও এই সময় Japanese YEN এরও ভালো মুভমেন্ট লক্ষ্য করা যায় কারন ব্যবসায়িক কারনের প্রচুর পরিমাণ Yen এর হাতবদল হয়।
London Session
London Session এ ফরেক্স ট্রেডিং এর সময় – সবচেয়ে ভালো হচ্ছে Major Currency pair (EUR/USD, GBP/USD, USD/JPY, and USD/CHF) ট্রেড করা। কারন এ গুলোর Spread খুব কম থাকে এবং এই পেয়ার গুলো European session এর নিউজ গুলোর দ্বারা সরাসরি প্রভাবিত হয়। এছারাও, আপনি Cross Currency এর মধ্যে (EUR/JPY and GBP/JPY) পেয়ার এ ট্রেড করতে পারেন কারন এই পেয়ার গুলোতে অনেক বেশী মুভমেন্ট থাকে
New York Session
New York Session এ ফরেক্স ট্রেডিং এর সময় – শুক্রবারে, New York Session এর মধ্যবর্তী স্থানে মার্কেটের মুভমেন্ট একদম ই থাকে না। কারণ, এশিয়ান ট্রেডার্স এবং ইউরোপিয়ান ট্রেডার্সরা মার্কেটে লেনদেন বন্ধ করে দেয়। আনুমানিক ৮৫% ট্রেডার্স সরাসরি ডলারের($) সাথে জড়িত। যার কারনে, যখন বড় ধরনের U.S. Economic Data রিলিজ হয় তখন মার্কেট মুভমেন্ট অনেক বেশী থাকে। সবচেয়ে বেশী ইকোনোমিক ইভেন্ট রিলিজ হয় New York session শুরু হবার আগ মুহূর্তে।
বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় ব্রোকার কোম্পানি
বাংলাদেশে ফরেক্স ট্রেডিং সেই আদি যুগ থেকে জনপ্রিয়। এখন সবার হাতে হাতে ইন্টারনেট। তাই, এই জনপ্রিয়তা প্রায় তুঙ্গে বলা চলে। বাংলাদেশে ফরেক্স মার্কেটকে ঘিরে অনেক ব্রোকার কোম্পানি তৈরি হয়েছে। নিচে এমন কিছু জনপ্রিয় ব্রোকার কোম্পানি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করেছি। তো চলুন, দেখে নেয়া যাক।
Instaforex
বাংলাদেশে এই ব্রোকার খুবই জনপ্রিয় এবং বিশ্বব্যাপী এদের – গ্রাহক রয়েছে প্রায় ৭০ লক্ষেরও বেশী। যারা নতুন ফরেক্স ট্রেড করছেন তাদের জন্য এই ব্রোকার হচ্ছে আদর্শ। এখানে আপনি সর্বনিম্ন $5 ডিপোজিট করে ট্রেড শুরু করতে পারবেন৷ এই ব্রোকার সবচেয়ে বেশী পরিমাণ ট্রেডেবল ডিপোজিট ভনাস প্রদান করে যা নতুন ট্রেডার হিসাবে সবচেয়ে ভালো।
SuperForex
বেশ ভালো একটি ব্রোকার৷ এই ব্রোকারের তথ্য মতে বাংলাদেশে এর গ্রাহক সংখ্যা প্রায় ২ লক্ষ। রেগুলেটেড এই ব্রোকার ট্রেড করার জন্য বিভিন্ন সুজগ-সুবিধা প্রদান করে থাকে৷ এদের রয়েছে বিভিন্ন ধরমের ডিপোজিট বোনাসের সুবিধা সেই সাথে রয়েছে বাংলাতে ক্লায়েন্ট সাপোর্ট। এই ব্রোকার বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট খোলার সুবিধা প্রদান করে থাকে৷
WesternFX
স্ট্যান্ডার্ড লটের ব্রোকার হিসাবে আমাদের দেশে এই ব্রোকার অনেক জনপ্রিয়৷ এদের সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এর ট্রেডিং এক্সিকিউশন টাইম অনেক দ্রুত। অর্থাৎ, আপনার এন্ট্রি নিতে কোনও ঝামেলা হবে না৷ এছাড়াও রেগুলেটেড এই ব্রোকারে, আপনি সরাসরি টাকা ডিপোজিট করার সুবিধা পাবেন৷ আপনি যদি ভালো একটি স্ট্যান্ডার্ড লটের ব্রোকার সম্পর্কে জানতে চান তাহলে আমরা এই ব্রোকারের পরামর্শ প্রদান করবো।
Exness
Real Madrid ফুটবল ক্লাবের অফসিয়াল স্পন্সর এই স্ট্যান্ডার্ড লটের ব্রোকার সম্পর্কে বিস্তারিত বলার কিছু নেই। সবাই এই নামের সাথে পরিচিত৷ এই ব্রোকারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অর্থ লেনদেন করে থাকে। অর্থাৎ, আপনার একাউন্ট থেকে প্রফিট উত্তোলনের জন্য কয়েক সেকেন্ডের বেশী লাগবে না।
ফরেক্স ট্রেডিং এর সময় নিয়ে শেষ কথা
ফরেক্স ট্রেডিং করতে গেলে ফরেক্স ট্রেডিং এর সময় সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখতে হবে। মার্কেট বুঝে ট্রেড করতে চাইলে ট্রেডিং এর টাইম সম্পর্কে ধারণা রাখা অতিব জরুরী। আজকের এই ফরেক্স ট্রেডিং এর সময় পোস্টে আপনাদের সাথে ট্রেডিং এর টাইম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি পোস্টটি আপনাদের জন্য অনেক সহায়ক হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ্ হাফেয।
Hi to every one, the contents existing at this web page are truly amazing
for people experience, well, keep up the nice work fellows.