প্রিন্টার কি? প্রিন্টার কত প্রকার ও কি কি?
আপনি জানেন কি প্রিন্টার কি ধরনের ডিভাইস? হ্যাঁ আজকের পোষ্টে আমরা আলোচনা করব প্রিন্টার কি ধরনের ডিভাইস এই বিষয়ে। তো চলুন জেনে নেই প্রিন্টার কি ধরনের ডিভাইস সেই সম্পর্কে।
প্রিন্টার কি
প্রিন্টার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা কম্পিউটারের আউটপুট ডিভাইস হিসেবে ডিজিটাল ডেটা (যেমন পাঠ্য, ছবি, গ্রাফিক্স) কে কাগজে বা অন্য কোন কিছুর উপরিভাগে ছাপাতে পারে। এটিকে কম্পিউটারের সাথে ক্যাবল বা ওয়াইফাই এর মাধ্যমে সংযুক্ত করা হয়।
প্রিন্টার কি ধরনের ডিভাইস
প্রিন্টার কি ধরনের ডিভাইস নিচের ৪টির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নেন:
ক) ইনপুট ডিভাইস
খ) আউটপুট ডিভাইস
গ) আই/ও ডিভাইস
ঘ) ফার্মওয়্যার
উত্তর: খ) আউটপুট ডিভাইস
প্রিন্টার কি ধরনের ডিভাইস বিষয়ে ব্যাখ্যা
প্রিন্টার হলো এক ধরনের আউটপুট ডিভাইস। কারণ কম্পিউটারের মাধ্যমে প্রস্তুতকৃত সকল কার্যক্রম অর্থাৎ ডিজিটাল ডেটা (যেমন, ছবি, লেখা) কে কাগজ বা অন্য কোনও মিডিয়ায় প্রিন্ট আকারে বের করে। সহজ কথায় প্রিন্টার হলো এমন একটি আউটপুট ডিভাইস যা ব্যবহার করে আমরা কম্পিউটারে থাকা নথি, ছবি ইত্যাদি কে কাগজে বের করে নিতে পারি।