গ্রামীন সিম 4g করার নিয়ম

গ্রামীন সিম 4g করার নিয়ম জানলে সহজেই আপনার 3G সিম 4G তে কনভার্ট করে নিতে পারবেন। ৩জি সিমে নেটওয়ার্ক এবং অন্যান্য অনেক সমস্যা দেখা যায়। আপনার কাছে যদি একটি ৩জি সিম থাকে, তবে সহজেই এই সিমটি ৪জি তে কনভার্ট করে নিতে পারবেন। এতে করে, পূর্বের তুলনায় আপনার সিমে নেটওয়ার্ক কানেকশন বেশি হবে এবং নতুন সব অফার নিতে পারবেন।

আজকের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো, গ্রামীন সিম 4g করার নিয়ম এবং কিভাবে ৪জি তে কনভার্ট করবেন এ বিষয়ক সকল তথ্য শেয়ার করবো। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।

সিম 4G কিনা চেক করার নিয়ম

আপনার কাছে থাকা সিমটি ৪জি কি না জানেন না? এমন অবস্থায় সিম ৪জি কি না চেক করার জন্য *১২১*৩২৩২# কোডটি ডায়াল করুন। ডায়াল করার পর আপনার সিমটি ৪জি কি না সেটি জানতে পারবেন। যদি আপনার কাছে থাকা সিমটি 4G হয়ে থাকে, তবে তো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আপনার সিমটি যদি 3G হয়ে থাকে, তবে নিচে উল্লেখ করে দেয়া গ্রামীন সিম 4g করার নিয়ম অনুসরণ করে

গ্রামীন সিম 4g করার নিয়ম

গ্রামীন সিম 4g করার নিয়ম
গ্রামীন সিম 4g করার নিয়ম

আপনার কাছে যদি একটি জিপি সিম থাকে, এবং সিমে নেটওয়ার্ক জনিত কোনো সমস্যায় ভুগে থাকেন, তবে সিমটি ৪জিতে রিপ্লেস করে নিলে এসব সমস্যা দূর হয়ে যাবে। গ্রামীন সিম 4G করার নিয়ম হচ্ছে –

আপনার আশেপাশে যদি কোথাও জিপি সিম বিক্রয় করে এমন কোনো রিটেইলার এর দোকান থাকে, তবে সেখানে গিয়ে সহজেই আপনার সিমটি ৩জি থেকে ৪জিতে রিপ্লেস করে নিতে পারবেন। জিপি সিম 3g থেকে 4g তে রিপ্লেস করতে ২০০ টাকা দিতে হবে। এছাড়াও, আপনার সঙ্গে জাতীয় পরিচয় পত্র নিয়ে যেতে হবে। অর্থাৎ, আপনার সিমটি যে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা, তাকে এবং তার জাতীয় পরিচয় পত্র নিয়ে যেতে হবে।

সিমটি যদি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা হয়ে থাকে, তবে আপনার এনআইডি কার্ড সঙ্গে নিয়ে যাবেন। ২০০ টাকা দিলে রিটেইলার আপনার সিমটি ৩জি থেকে ৪জিতে কনভার্ট করে দিবে। এতে করে আপনার সিমের নাম্বার একই থাকবে। শুধু আপনার সিমটি ৪জিতে রিপ্লেস হয়ে যাবে।

আপনার আশেপাশে থাকা রিটেইলার এর দোকানে যদি জিপি সিম 4g করতে না পারেন, তবে জিপি সার্ভিস সেন্টারে গেলে ২০০ টাকার বিনিময়ে আপনার সিমটি ৪জি করে নিতে পারবেন। এক্ষেত্রেও, আপনার সিমটি কনভার্ট করে নেয়ার জন্য সঙ্গে করে জাতীয় পরিচয় পত্র নিয়ে যেতে হবে। সিমের নাম্বার ঠিক রেখে আপনার সিমটি 3g থেকে 4g করে দিবে অল্প কিছু সময়ের মাঝেই।

জিপি 4g সিমের সুবিধা

4G হলো সবচেয়ে উন্নত প্রযুক্তি, এটি উন্নত নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে দিবে সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট সুবিধা। জিপি 4G-তে আপনি যা যা পাচ্ছেন-

  • দ্রুত গতির ব্রাউজিং
  • উন্নতমানের ডাউনলোড/আপলোড গতি
  • ল্যাটেন্সি হ্রাস পাবে- বাফার টাইম কমে যাওয়ার ফলে পেজ লোড হতে সময়ও লাগবে কম।
  • উন্নত নেটওয়ার্কের অভিজ্ঞতা

৩জি সিমে নেটওয়ার্ক এর স্পিড যেমন পাবেন, ৪জিতে এর থেকে কয়েক গুণ অব্দি বেশি স্পিড পাবেন। এছাড়াও, 4g সিমে বাফার ছাড়া ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, ডাউনলোড এর স্পিড অনেক বেশি পাবেন এবং যেকোনো জায়গা থেকেই ভালো নেটওয়ার্ক পাবেন। এছাড়াও, ৪জি সিমের আরও অনেক উপকারিতা রয়েছে।

4g সিম ব্যবহারের জন্য 4g মোবাইল প্রয়োজন?

3g সিম 4g ফোনে চালানো গেলেও 4g সিম চালানোর জন্য এবং ৪জি সিমের সকল ফিচার পাওয়ার জন্য আপনার ফোনটি ৪জি হতে হবে। 4G নেটওয়ার্কের বিভিন্ন ধরনের সুবিধা উপভোগ করার জন্য 4G সাপোর্টিভ মোবাইল ফোন অনেক গুরুত্বপূর্ণ। যেসব মোবাইলে 4G সুবিধা নেই সেসব মোবাইল হ্যান্ডসেটেও 4G সিম চালানো যাবে কিন্তু সেক্ষেত্রে 4G নেটওয়ার্কের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন না। অর্থাৎ, ৩জি মোবাইলে ৪জি সিম চালানো যাবে, কিন্তু শুধু কল এবং ম্যাসেজ এর মাঝে সীমাবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন – বাংলালিংক এমবি কেনার নিয়ম ও অফার

এছাড়াও, ৪জি সিমের নেটওয়ার্ক এবং অন্যান্য সুবিধা উপভোগ করা যাবে না। ৪জি এর সকল সুবিধা উপভোগ করতে চাইলে আপনার ফোন এবং সিম উভয়ই ৪জি হতে হবে।

গ্রামীন 4g সিমের বোনাস কি?

গ্রামীণ সিম 3g থেকে 4g করার পর ৫জিবি ৪জি ইন্টারনেট প্যাকেজ ৭ দিন মেয়াদে নিতে পারবেন। এজন্য, আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে *121*3087# কোডটি। আপনার হাতের ফোনটি এবং সিমটি যদি ৪জি হয় ও আপনি ৪জি কাভারেজ নেটওয়ার্ক এর অধীনে থাকেন, তবে তৎক্ষণাৎ ৫জিবি ইন্টারনেট প্যাক ৭ দিন মেয়াদে একদম ফ্রি পেয়ে যাবেন।

তবে, মনে রাখতে হবে, সিম রিপ্লেসমেন্টের ৩০ দিনের মধ্যে কোডটি ডায়াল করতে হবে। তবেই, এই অফার প্রযোজ্য হবে। ৩০ দিন পর কোড ডায়াল করলে এই অফারটি নিতে পারবেন না। এছাড়াও, এই অফারটি শুধুমাত্র একবার নিতে পারবেন। একটি জিপি সিম ৩জি থেকে ৪জি তে রিপ্লেস করার পর শুধুমাত্র একবার ৫জিবি ইন্টারনেট প্যাকেজ ফ্রিতে ৭ দিনের জন্য নিতে পারবেন।

গ্রামীন সিম 4g করার নিয়ম ইতোমধ্যে উপরে উল্লেখ করে দিয়েছি। নিয়ম অনুসরণ করে যেকোনো রিটেইলার কিংবা কাস্টোমার কেয়ার থেকে সিম ৪জি তে রিপ্লেস করে নেয়ার পর উপরোক্ত অফারটি ফ্রিতে নিতে পারবেন।

গ্রামীন সিম 4g করার নিয়ম মেনে যারা সিম ৪জি করেছেন, তারা ৫জিবি ৪জি প্যাক ৭ দিন মেয়াদে নিতে চাইলে নিচে উল্লিখিত শর্তগুলো মানতে হবে।

  • শুধুমাত্র 3G সিমকে 4G সিমে কনভার্ট করার পরেই এই অফারটি পাওয়া যাবে।
  • রিপ্লেসমেন্টের ৩০ দিন পর অফারটি নিতে পারবেন না।
  • যারা তাদের 3G সিমকে 4G সিমে কনভার্ট করেছেন ২৫ জানুয়ারী, ২০২২ তারিখের আগে, তারা এই অফারের জন্য এলিজিবল হবেন না।
  • আপনার 4G সিম যদি নতুন করে 4G তে রিপ্লেস করে নেন, তবে এই অফারটি নিতে পারবেন না।
  • একবার নতুন এই অফারটি নিয়ে থাকলে দ্বিতীয়বার নিতে পারবেন না।

গ্রামীন সিম 4g করার নিয়ম – FAQ

গ্রামীন সিম 4g করার নিয়ম কি?

গ্রামীণ সিম 4g করতে হলে যেকোনো জিপি রিটেইলার এর দোকান কিংবা কাস্টোমার কেয়ারে গিয়ে ২০০ টাকা এবং আপনার এনআইডি কার্ড দিতে হবে। তাহলে আপনার সিমটি ৪জি করে দিবে।

আমার সিমটি 4g কিনা চেক করবো কিভাবে?

আপনার সিমটিতে 4G কিনা তা জানতে ডায়াল করুন *১২১*৩২৩২# নাম্বারে। এছাড়াও সিম পরিবর্তনের সময় সিমের গায়ে U/4G লেখা আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন।

4g সিম রিপ্লেসমেন্ট বোনাস কি?

জিপি সিম 4g করার পর আপনার নতুন রিপ্লেস করা সিমে *121*3087# কোডটি ডায়াল করে ফ্রি 5GB 4G ইন্টারনেট ৭ দিন মেয়াদে নিতে পারবেন।

আমাদের শেষ কথা

ফেরদাউস একাডেমির আজকের এই পোস্টে আপনাদের সাথে গ্রামীন সিম 4g করার নিয়ম শেয়ার করেছি। আশা করছি পোস্টটি আপনার অনেক কাজে আসবে। এমন আরও পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন:

Leave a Comment