কম্পিউটারে বাংলা লেখার নিয়ম- আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা অনেকেই কম্পিউটারে বাংলা টাইপিং সম্পর্কে অতি দক্ষ নন। তারা অনেকেই সার্চ করে থাকেন কিভাবে কম্পিউটারে বাংলা লিখতে হয় বা কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে। কম্পিউটার টাইপিং সম্পর্কে প্রথম প্রথম তেমন কোন অভিজ্ঞতা না থাকায় বাংলা লেখার নিয়ম গুলো অনেকের কাছে অজানা থাকে। তবে কম্পিউটারে বাংলা লেখা তেমন কোন কঠিন বিষয় নয়। আপনিও চাইলে খুব সহজেই কম্পিউটারে বাংলা টাইপিং করতে পারেন। কম্পিউটারে কিভাবে বাংলা লিখতে হয় সেই নিয়ম সম্পর্কে একবার জানলে আপনার কাছেও খুব কঠিন মনে হবে না বিষয়টা।
কম্পিউটারে বাংলা লেখার জন্য সর্বপ্রথম প্রয়োজন বাংলা কিবোর্ড। কম্পিউটার বাংলা লেখার জন্য বাংলা কিবোর্ড ব্যবহার করতে হবে। বাংলা কিবোর্ডে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে কম্পিউটারে বাংলা টাইপিং করতে হয়। আমাদের আজকের পোষ্টে আমরা কিভাবে বাংলা কিবোর্ড দিয়ে কম্পিউটারে বাংলা টাইপিং করতে হয় সেই বিষয় সম্পর্কে জানব। কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে জানতে আজকের পোষ্টের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আশা করি কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে এ টু জেড জানতে পারবেন।
কম্পিউটার কি?
বন্ধুরা আজকের পোষ্টের প্রধান আলোচ্য বিষয় হলো কম্পিউটারে বাংলা লেখার নিয়ম নিয়ে। কিন্তু তার আগে আমাদের জানা উচিৎ কম্পিউটার কি সেই বিষয়ে। চলুন আমরা প্রথমে জেনে নেয় কম্পিউটার কি সেই সম্পর্কে।
কম্পিউটার একটি ইলেক্ট্রনিক্স ডিভাইস যার মাধ্যমে খুব সহজেই জটিল হিসাব নিকাশ অতি দ্রুত সময়ের মধ্যে আমরা করতে। কম্পিউটার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কম্পিউট শব্দ থেকে যার অর্থ গণণাকারী যন্ত্র। এক কথায় বলতে গেলে কম্পিউটার হলো এমন একটি ইলেক্ট্রনিক্স ডিভাইস যাকে ইনপুট আকারে কোন তথ্য প্রদান করলে সেই তথ্য কম্পিউটার তার এরোথমেটিক এবং লজিক্যাল প্রোগ্রামের মাধ্যমে বিশ্লেষণ করে খুব দ্রুত সময়ের মধ্যে নির্ভূল ভাবে ফলাফল প্রদান করতে পারে।
কম্পিউটার আবিস্কারের ফলে পৃথিবী আমাদের হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। কম্পিউটারের সাহায্যে শিক্ষা, স্বাস্থ্য, অফিস-আদালত, গভেষণা, কৃষি, শিল্প, ব্যবসা-বানিজ্য এমন কোন সেক্টর নাই যে সেখানে উন্নতির ছাপ পড়েনি। কম্পিউটার আবিস্কার এক কথায় পৃথিবীকে আমুল পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।
আশাকরি এই সংক্ষিপ্ত আলোচনায় কম্পিউটার কি সেই সম্পর্কে ধারণা পেয়েছেন। এখন আমরা আলোচনা করব আমাদের আজকের আর্টিকেল এর প্রধান আলোচ্য বিষয় কম্পিউটারে বাংলা লেখার নিয়ম নিয়ে।
কম্পিউটারে বাংলা লেখার নিয়ম
বাংলা ভাষাভাষী মানুষের জন্য কম্পিউটারে বাংলা লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পিউটারে বাংলায় টাইপিং করার জন্য প্রথমে পিসিতে বাংলা কিবোর্ড সফটওয়্যার ইনস্টল করতে হবে। যার ফলে এম এস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, নোটপ্যাডসহ আরও অন্যান্য অফিস অ্যাপ্লিকেশন গুলোতে বাংলা লিখতে ও টাইপিং করতে পারবেন।
বাংলা টাইপিং – অভ্র কিবোর্ড লেখার নিয়ম
বাংলা টাইপিং করার জন্য আপনি অভ্র কিবোর্ড ব্যবহার করতে পারেন। অভ্র কিবোর্ড ব্যবহার করে আপনি খুব সহজেই বাংলা টাইপিং করতে পারেন। অভ্র কিবোর্ড ব্যবহার করে আপনি ইংরেজীতে বাংলা বানান লিখলে সেটা বাংলায় কনভার্ট হয়ে যায় নির্ভূলভাবে। তবে এই ক্ষেত্রে লক্ষ্যনীয় যে আপনার ইংরেজীতে বাংলা লিখার ক্ষেত্রে বাক্য গুলির স্পেলিং নির্ভুল আছে কিনা। চলুন এবার জেনে নেয় অভ্র বাংলা কিবোর্ড সফটওয়্যার এর মাধ্যমে কিভাবে বাংলা টাইপিং করবেন সেই নিয়মগুলো:
স্টেপ-১: অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার জন্য প্রথমে কম্পিউটারে Avro keyboard software ডাউনলোড করতে হবে। এবার সফটওয়্যারটি ব্যবহারের জন্য ডাউনলোডকৃত সফটওয়্যারটি ইন্সটল করতে হবে।
স্টেপ-২: সফটওয়্যারটি চালু করার পর ওপরের দিকে একটি আইকন দেখতে পাবেন যেখান থেকে বাংলা না ইংরেজী কিবোর্ড ব্যবহার করবেন তা সিলেক্ট করতে হবে। এখানে বাই ডিফল্ট দেখতে পাবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টি সেট করা রয়েছে। আপনি যদি কম্পিউটারে বাংলাতে টাইপিং করতে চান তাহলে অবশ্যই ইংলিশ লেখাতে ক্লিক করে বাংলা ভাষাটি সেট করে নিবেন। এছাড়াও কীবোর্ড থেকে F12 বাটন টিপলে নিজে নিজে বাংলা ল্যাঙ্গুয়েজ সেট হয়ে যাবে। বাংলা ভাষা সেট হওয়ার পর উপরের আইকনটিতে ইংরেজির পরিবর্তে বাংলা লেখা দেখতে পারবেন।
স্টেপ-৩: উপরের আইকনটিতে বাংলা ভাষা সিলেক্ট করার পর আপনি যেই এপ্লিকেশনে বাংলা ভাষায় টাইপিং করতে চাচ্ছেন সেটা ওপেন করুন। এক্ষেত্রে আপনি যে কোন ইডিটিং এবং রাইটিং অ্যাপ বা সফটওয়্যার এর ব্যবহার করতে পারবেন। যেমন: মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, নোটপ্যাড, অনলাইন রাইটিং সফটওয়্যার, বা ওয়ার্ডপ্রেস ইত্যাদি।
স্টেপ-৪: বাংলা টাইপিং করার সময় নিজের লেখার স্পেলিং বা বানান সঠিক হয়েছে কিনা বা কোন ভুল আছে কিনা সেটা চেক করবেন। আর এই চেক করার জন্য আপনারা Avro Pad ব্যবহার করতে পারেন। Avro কিবোর্ড সফটওয়্যার এর সাথেই এটি দেওয়া থাকে। Avro প্যাড এ বাংলা টাইপিং করার পর সোজা spell check অপশনে ক্লিক করে আপনার লেখা প্রত্যেক শব্দের স্পেলিং ভূল আছে কিনা সেটা চেক করে নিতে পারবেন।
এছাড়াও আপনি F7 button press করেও প্রত্যেক শব্দের বানান সঠিক আছে কিনা তা চেক করতে পারবেন।
বিজয় কিবোর্ড এ বাংলা লেখার নিয়ম
বাংলা লেখার জন্য উত্তম সফটওয়্যারগুলোর মধ্যে বিজয় কিবোর্ড অন্যতম। বিভিন্ন অফিস আদালতে দাপ্তরিক কাজের জন্য কম্পিউটারে বাংলা টাইপিং করার ক্ষেত্রে বিজয় কিবোর্ড সফটওয়্যারটি সর্বাধিক ব্যবহার করা হয়। বিজয় কিবোর্ড সফটওয়্যারের মাধ্যমে বাংলা টাইপিং করাও খুবই সোজা। তাহলে চলুন জেনে নেয় বিজয় কিবোর্ড বাংলা টাইপিং সফটওয়্যার এ কিভাবে বাংলায় কম্পিউটারের লিখবেন সেই নিয়মগুলো:
স্টেপ-১: প্রথমে আপনার পিসিতে বিজয় বাংলা কিবোর্ড সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
স্টেপ-২: বিজয় কিবোর্ডে বাংলা লেখার জন্য ২টি পদ্ধতি রয়েছে। একটি হলো বিজয় ক্লাসিক এবং অন্যটি হলো ইউনিকোড। মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ডে বাংলা লেখার জন্য বিজয় ক্লাসিক ব্যবহার করা হয় আর অনলাইনে কোথাও লেখালেখি করার জন্য ইউনিক কোড টি ব্যবহৃত হয়।
স্টেপ-৩: বিজয় কিবোর্ডটি আপনার কম্পিউটারের সেটআপ করার পর এমএস ওয়ার্ড চালু করুন। এখন বিজয় ক্লাসিক অপশনটি চালু করতে আপনার কম্পিউটার কিবোর্ড থেকে Ctrl+Alt+B বাটনগুলো একসাথে চাপুন। বিজয় ক্লাসিকে লিখলে ডিফল্টভাবে SutonnyMJ ফন্টে লেখাগুলো দেখায়।
স্টেপ-৪: অনলাইন অথবা অন্য কোথাও বাংলা লিখতে চাইলে বিজয় কিবোর্ডে ইউনিকোড অপশনটি আপনাকে চালু করতে হবে। এজন্য কিবোর্ড থেকে Ctrl+Alt+V বাটন একসাথে চাপতে হবে।
স্টেপ-৫: আপনার কম্পিউটারে টাইপিং করার জন্য বাংলায় থেকে পুনরায় ইংরেজিতে ফিরে যেতে যে মরে আছেন সেটার শর্টকাট কি চাপতে হবে। যেমন ধরুন ক্লাসিক বিজয় মোড থেকে বাংলায় ফিরে যেতে Ctrl+Alt+B চাপতে হবে এবং ইউনিকোর্ট থেকে বাংলায় ফিরে যেতে Ctrl+Alt+V চাপতে হবে।
কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম পিডিএফ
কম্পিউটারে যদি আপনার প্রতিনিয়ত বাংলা লেখার বা বাংলা টাইপিং করার প্রয়োজন থাকে তাহলে কোন অক্ষর দিয়ে কোন যুক্তবর্ণটি গঠিত তা মনে রাখা একান্ত অপরিহার্য। কিন্তু যারা বাংলা টাইপিং এর ক্ষেত্রে নতুন তাদের প্রথম প্রথম এটি মনে নাও থাকতে পারে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে কম্পিউটারে বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম পিডিএফ ফাইল কম্পিউটারে বা ফোনে ডাউনলোড করে রাখতে পারেন। যখন আপনি বাংলা টাইপিং করতে যাবেন তখন pdf ফাইল থেকে দ্রুত দেখে নিতে পারেন যুক্তবর্ণ লেখার নিয়ম। এতে আপনার গুরুত্বপূর্ণ সময় এবং শ্রম দুটোই বাঁচবে বলে আশা করা যায়।
ল্যাপটপে বাংলা টাইপিং করার নিয়ম
ল্যাপটপ এবং কম্পিউটার বাংলা টাইপিং করার নিয়ম একই। ল্যাপটপে বাংলা টাইপিং করার জন্য তেমন কোনো বাড়তি নিয়ম নেই তবে ল্যাপটপে যেহেতু বিল্ড ইন কিবোর্ড দেওয়া থাকে তাই অনেকে হয়তো সেটা ব্যবহার করেই ল্যাপটপে লিখতে চাইবেন। কিন্তু ওয়ালটন ছাড়া অন্য কোন কোম্পানীর ল্যাপটপের কিবোর্ডে বাংলা লে-আউট দেওয়া থাকে না। যদিও দেওয়া থাকে ল্যাপটপের বিল্ট ইন কিবোর্ডে লিখে শান্তি পাওয়া যায় না। তাই যারা ল্যাপটপে বাংলা টাইপিং করতে চান তারা একটি বাংলা লে-আউট সম্বলিত এক্সটার্নাল কিবোর্ড কিনে নিতে পারেন। আশা করা যায় এক্সটার্নাল বাংলা লে-আউট সম্বলিত কিবোর্ডের মাধ্যমে খুব সুন্দরভাবে ল্যাপটপে বাংলা টাইপিং করতে পারবেন।
কম্পিউটারে বাংলা লেখার নিয়ম FAQ
কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার কি কি?
কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার গুলো হলো অন্যতম হলো অভ্র কিবোর্ড, বিজয় কি বোর্ড, ফাল্গুন প্রশিকাসহ আরো অনেক সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই কম্পিউটারে বাংলা লেখালেখি করতে পারবেন। কিন্তু ইন্টারনেটে যে কোন প্লাটফর্মে বাংলা লিখতে হলে অভ্র এবং বিজয় কি বোর্ড বেষ্ট।
কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার কি ইনস্টল করতে হয়?
উত্তরঃ কম্পিউটারে বাংলা লেখার জন্য অবশ্যই যে কোন বাংলা কিবোর্ড সফটওয়্যার ডাউনলোড করে তা পিসিতে ইনস্টল করতে হয় তা না হলে কম্পিউটারে বাংলা লেখা যায় না।
কম্পিউটারে বাংলা লেখার নিয়ম নিয়ে শেষ কথা
আমাদের আজকের পোষ্টে কম্পিউটারে বাংলা লেখার নিয়ম গুলো আমরা আপনাদের উদ্দেশ্যে প্রকাশ করেছি। আশা করি যারা কম্পিউটারে বাংলা লেখার নিয়ম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছিলেন তারা আজকের পোষ্টটি পড়ে বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়াও এই বিষয় নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের আর্টিকেলগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারদের বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করবেন এবং প্রতিনিয়ত আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। ধন্যবাদ সকলকে।।