এয়ারটেল 3g সিম 4g করার নিয়ম

এয়ারটেল 3g সিম 4g করার নিয়ম জানলে সহজেই আপনার কাছে থাকা ৩জি সিম রিপ্লেস করে ৪জি করে নিতে পারবেন। এয়ারটেল এখন ৪জি সেবা দিচ্ছে। এয়ারটেল এর ৪জি সেবা পাওয়ার জন্য আমাদের একটি ৪জি এয়ারটেল সিম থাকতে হবে। নতুন সিম না কিনে, আপনি যদি পুরনো এয়ারটেল ৩জি সিমকে ৪জি করতে চান, তবে আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

ফেরদাউস একাডেমির আজকের এই পোস্টে আপনাদের সাথে এয়ারটেল 3g সিম 4g করার নিয়ম নিয়ে আলোচনা করবো। এতে করে, আপনার কাছে থাকা পুরনো এবং গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ালা এয়ারটেল সিমকে ৪জি তে রুপান্তর করে নিতে পারবেন। এজন্য যেসব বিষয় জানা প্রয়োজন এবং যা যা করতে হবে, সবকিছু এই পোস্টে আলোচনা করবো। চলুন, শুরু করা যাক।

এয়ারটেল 3g সিম 4g করার নিয়ম
এয়ারটেল 3g সিম 4g করার নিয়ম

৪জি এর সুবিধা কী?

৩জি সিমে যেখানে নেটওয়ার্ক পেতে বেগ পোহাতে হয়, সেখানে ৪জি সিমে যেকোনো জায়গা থেকে ৪জি কানেকশন দিয়ে ইন্টারনেট ব্রাউজ, কল, ম্যাসেজ করা সম্ভব। ইন্টারনেট এর সহজলভ্যতা এবং আমাদের সকলের হাতে স্মার্টফোন থাকায়, এখন সবার চাহিদা বৃদ্ধি পেয়েছে। ৩জি নেটওয়ার্ক এ ইন্টারনেট ব্রাউজ করতে অনেক ঝামেলা পোহাতে হয়। কোনো জায়গায় ফুল ৩জি নেট থাকলেও, কোথাও আবার ২জি পায় না।

কিন্তু, ৪জি সিম চালু হওয়ার পর থেকে এবং আমাদের দেশে ৪জি নেটওয়ার্ক এর কাভারেজ বৃদ্ধি করার পর থেকে যেকোনো জায়গায় ৪জি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। এতে করে, ইন্টারনেট ব্রাউজিং এর স্পিড, ডাউনলোড এবং আপলোড এর স্পিড অনেক বেশি পাওয়া যায়। এছাড়াও, ৪জি ইন্টারনেট প্যাকেজ ক্রয় করলে আরও অনেক বাড়তি সুবিধা পাওয়া যায়।

প্রতিটি সিমের আলাদা ৪জি ইন্টারনেট প্যাকেজ রয়েছে। এই পোস্টটি যেহেতু এয়ারটেল 3g সিম 4g করার নিয়ম নিয়ে, তাই, এয়ারটেল ৪জি সিমের ইন্টারনেট প্যাকেজ নিয়েও আলোচনা করবো। চলুন, আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

এয়ারটেল ৪জি সিমের সুবিধা কি?

এয়ারটেল ৪জি সিম হাই স্পিডে ভিডিও স্ট্রিমিং, লাইভ টিভি দেখা, ডাউনলোড এবং আপলোড, ক্লিয়ার ও এইচডি ভিডিও কলিং অভিজ্ঞতাসহ আরও অনেক কিছু সুবিধা দিয়ে থাকে। এ ছাড়া, এয়ারটেলের রয়েছে দেশের সর্ববৃহৎ ৪জি নেটওয়ার্ক কভারেজ। তাই এটি আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি নিস্প্রভ মুহূর্তকে করবে আনন্দদায়ক।

এয়ারটেল 4g সিমের সুবিধা তো জানা হলো। আপনিও নিশ্চয়ই ৩জি সিমটি ৪জি করতে চাচ্ছেন। তো চলুন, এয়ারটেল 3g সিম 4g করার নিয়ম জেনে নেয়া যাক।

এয়ারটেল সিম 4g কিনা কিভাবে চেক করব

এয়ারটেল 3g সিম 4g করার নিয়ম
এয়ারটেল 3g সিম 4g করার নিয়ম

আপনার কাছে যদি একটি এয়ারটেল সিম থাকে এবং আপনি জানেন না যে, সিমটি ৩জি নাকি ৪জি, তবে ছোট্ট একটি কাজ করে আপনার এয়ারটেল সিম 4g কিনা চেক করতে পারবেন। এজন্য, আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *121*44# কোডটি। এরপর, আপানার সিমটি ৪জি কিনা জানতে পারবেন ফিরতি ফ্ল্যাশ ম্যাসেজে।

আরও পড়ুন – বাংলালিংক সিম 4g করার নিয়ম

আপনার সিমটি যদি ৪জি হয়ে থাকে, তবে তো ইতোমধ্যে ৪জি সিমের সুবিধা উপভোগ করছেন। কিন্তু, আপনার সিমটি যদি ৩জি হয়ে থাকে এবং আপনি নতুন ৪জি সিম ক্রয় না করে একই নাম্বারে আপনার ৩জি সিমটি ৪জি করে নিতে চান, তবে নিচে উল্লেখ করে দেয়া এয়ারটেল 3g সিম 4g করার নিয়ম অনুসরণ করুন। মাত্র ২০০ টাকায় আপনার এয়ারটেল ৩জি সিম ৪জি করে নিতে পারবেন।

এয়ারটেল 3g সিম 4g করার নিয়ম

এয়ারটেল 3g সিম 4g করতে হলে নিকটস্থ এয়ারটেল সার্ভিস সেন্টার কিংবা কোনো এয়ারটেল রিটেইলার এর কাছে যেতে হবে। সঙ্গে জাতীয় পরিচয় পত্র এবং ২০০ টাকা নিতে হবে। পুরনো এয়ারটেল ৩জি সিম ৪জি করতে ২০০ টাকা দিতে হবে। এছাড়াও, যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে সিমটি আগে রেজিস্ট্রেশন করা হয়েছিলো, তার এনআইডি কার্ড সহ তাকে উপস্থিত থাকতে হবে।

এয়ারটেল কাস্টোমার কেয়ার বা রিটেইলার এর কাছে ২০০ টাকা , আপনার পুরনো সিম এবং জাতীয় পরিচয় পত্র নিয়ে গিয়ে ৪জি সিমে রিপ্লেস করে চাইলে তারা আপনার সিমটি ৩জি থেকে ৪জি তে রিপ্লেস করে দিবে। এয়ারটেল সিম ৪জি করার মাধ্যমে আপনার সিমের নাম্বার একই থাকবে। শুধু ৩জি এর পরিবর্তে আপনার সিমে ৪জি সুবিধা যুক্ত হয়ে যাবে।

আরও পড়ুন – রবি সিম 4g করার নিয়ম

এতে করে, আপনি হাই স্পিডে যেকোনো ফাইল ডাউনলোড কিংবা আপলোড, বাফার ফ্রি ভিডিও স্ট্রিমিং, গেমিং সহ আরও অনেক কাজ করতে পারবেন। ৩জি সিমে যেসব নেটওয়ার্ক জনিত সমস্যা ফেস করেছেন, সেগুলো ৪জি সিমে দেখা যাবে না।

এছাড়াও, আপনি চাইলে এয়ারটেল এর ওয়েবসাইট থেকেও ৪জি সিম অর্ডার কিংবা ৪জি সিমে রিপ্লেস করে নিতে পারবেন আপনার পুরনো ৩জি সিমটি। চলুন, দেখে নেয়া যাক।

৪জি সিমে ক্রয় করার নিয়ম

নতুন একটি এয়ারটেল সিম কিন্তু আপনার আগের ৩জি সিমের নাম্বারে, ক্রয় করতে পারবেন ঘরে বসে। এজন্য, রিটেইলার কাছে কিংবা এয়ারটেল সার্ভিসিং সেন্টারে যেতে হবে না। কিন্তু কিভাবে ক্রয় করবেন জানেন না অনেকেই। এয়ারটেল এর ওয়েবসাইট থেকে অনেক সহজেই নতুন এয়ারটেল সিম অর্ডার করা যায়। এজন্য নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।

  • প্রথমেই এয়ারটেল এর ওয়েবসাইট ভিজিট করুন। কিংবা এই লিংকে ক্লিক করুন।
  • এরপর, Home Delivery কিংবা Pick up from nearest WIC সিলেক্ট করুন।
  • এরপর, District এবং Thana নির্বাচন করুন।
  • অতঃপর, আপনার মোবাইল নাম্বার, যেটি দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারবে এবং একটি অপশনাল মোবাইল নাম্বার ও আপনার নাম লিখে Send OTP তে ক্লিক করবেন।

এভাবে করে সহজেই এয়ারটেল ওয়েবসাইট থেকে অনলাইনে পুরনো ৩জি সিম রিপ্লেস করে ৪জি সিম ক্রয় করতে পারবেন।

আরও পড়ুন – গ্রামীন সিম 4g করার নিয়ম

এয়ারটেল সিম রিপ্লেসমেন্ট কত টাকা

এয়ারটেল সিম রিপ্লেস করে ৪জি করতে হলে আপনাকে নির্দিষ্ট পরিমাণে টাকা দিতে হবে। এয়ারটেল ৩জি সিম ৪জি তে রিপ্লেস করার জন্য ২০০-২৫০ টাকা লাগবে। তবে, বেশিভাগ ক্ষেত্রেই, এয়ারটেল সিম রিপ্লেসমেন্ট করতে ২০০ টাকা লাগে। সিম রিপ্লেস করতে আপনার নিকটস্থ যেকোনো রিটেইলার এর কাছে কিংবা এয়ারটেল এর কাস্টোমার সার্ভিস সেন্টারে যেতে হবে। সঙ্গে জাতীয় পরিচয় পত্র নিতে হবে।

এয়ারটেল সিম 4g করার নিয়ম

এয়ারটেল সিম 4g করার নিয়ম উপরেই উল্লেখ করে দিয়েছি। আপনার পুরনো ৩জি এয়ারটেল সিম নিয়ে কাস্টোমার কেয়ার কিংবা রিটেইলার এর কাছে ২০০ টাকা ও জাতীয় পরিচয় পত্র নিয়ে যেতে হবে। এরপর, তারা আপনার সিমের রেজিস্ট্রেশন চেক করে সিমটি ৪জি সিমে রিপ্লেস করে দিবে। এটাই, এয়ারটেল সিম 4g করার নিয়ম।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আপনাদের সাথে এয়ারটেল 3g সিম 4g করার নিয়ম নিয়ে আলোচনা করেছি। অনেকেই নাম্বার পরিবর্তন না করেই ৩জি সিম ৪জি করতে চায়। তাদের জন্য আজকের এই, এয়ারটেল সিম 4g করার নিয়ম পোস্টটি অনেক হেল্পফুল হবে বলে আশা করছি। এমন আরও পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন:

Leave a Comment